চাঁদপুর জেলার কচুয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাহমুদা কুলসুম মনি যোগদান করবেন। এর আগে তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনারের আদেশে বদলি জনিত কারণে মাহমুদা কুলসুম মনি'কে কচুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
গত ২০ জুন তারিখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।
অচিরেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে যোগদান করবেন বলে জানা গেছে। নব নিযুক্ত এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর জন্মস্হান নারায়ণগঞ্জ জেলায়।
শরীফুল ইসলাম আরশ
কচুয়া, চাঁদপুর।
No comments:
Post a Comment