Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

উক্তি

শরীফুল ইসলাম আরশ - এর কিছু উক্তি!

আমি অতি সাধারণ! আমার চলার পথে সফলতা ব্যর্থতা গুলো দেখে শেখার জন্য - আমার জন্য আমি নিজেই বড় উদাহরণ।   চলার পথে হয়েছি অনেক বাস্তবতার মুখমুখি।   সেই অভিজ্ঞতা থেকে নিজের লেখা কিছু উদ্ধৃতি/উক্তি-

01

আমি অসাধারণ কেউ নই,
তবে সাধারণের দলে একজন ব্যতিক্রম।

- শরীফুল ইসলাম আরশ
25/06/2015, বংশাল, ঢাকা।


02
আমি দুঃখকে আড়াল করে সবার সুখটাকে খুঁজি,
কিভাবে সংগ্রাম করে বড় হতে হয় সেটাও আমি বুঝি।
আমি সত্য ন্যায়ের পথে হেটে বেড়াই দ্বিপ্রহরে রোজই,
আমার আমিকে নতুনত্বের সন্ধানে বিলিয়ে দিতে রাজি।

13/09/2015, গুলশান, ঢাকা।


03

যারা সত্যকে ভয় পায় তারা কখনোই মিথ্যা বলতে পারেনা।

10/12/2015, গুলশান, ঢাকা।


04
পরন্ত বিকেলে হালকা রোদ্দুর,
চলোনা যাই হাড়িয়ে বহুদূর!

- শরীফুল ইসলাম আরশ
31/12/2015, গুলশান, ঢাকা।


05

বিরক্তিকর তো সেটাই, যেটা সহ্য কিংবা ধৈর্য ধারণের ক্ষমতা হারায়।

- শরীফুল ইসলাম আরশ
09/01/2016, গুলশান, ঢাকা।

06
আমি স্বপ্ন দেখি ক্লান্তিহীন,
আমার স্বপ্ন নয় তুমি বিহীন।

- শরীফুল ইসলাম আরশ
30/01/2016, গুলশান, ঢাকা।


07

হেরে যাওয়া মানে এই নয় থেমে যাওয়া,
বরং হার থেকেই নতুন কিছু শেখা এবং সেটা খুব ভালো করে শেখা,
কেননা আমি হার থেকেই জেনেছি আমি কেন হেরেছি।

- শরীফুল ইসলাম আরশ
19/02/2016, গুলশান, ঢাকা।


08
মানুষকে কোন ভাবে সাহায্য করতে পারার মধ্যে আমি আনন্দ খুজে পাই।
যদিওবা অনেক কিছু করার মত আমার সামর্থ নাই তবুও সাধ্য মত করে যাই।

- শরীফুল ইসলাম আরশ
28/02/2016, গুলশান, ঢাকা।




চলার পথে কতইনা সঙ্গী পাওয়া যায়,
তবে মনের মতো একজন বন্ধু পাওয়া দায়।




যত্ন নিলে শুধু রত্নই মিলে না,
থাকে চকচকে, টিকে বহুদিন।
সুতরাং প্রিয়টির যত্ন নিন।




সমালোচনা আমাদের গ্রামীন সমাজে এখনো একটি বিনোদনের অন্যতম খোরাক!




আত্মবিশ্বাসের উপর যার বিশ্বাস নেই,
তার কৃতকর্মে কোন আত্মতৃপ্তি নেই।




জ্ঞান অর্জনের পরিধি কোন সিমাবদ্ধ নাই।
যেখানে কিছু শিক্ষতে পারবো সেখানেই যাই।
কিছু পাই আর না পাই অভিজ্ঞতাটার তুলনা নাই।


আমি প্রতিদিনএকটা সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখি। সেটা আমার পৃথিবী।


দৃশ্যমান তোমাকে ভালোবাসার জন্য অদৃশ্যমান বিশ্বাসটুকুই যথার্থ ।


ভাবনার জগতে সব কল্পনা দূরে নয়, কিছু কল্পনা বাস্তবতার সন্নিকটেও হয়।


অন্ধকার বিষন্নতা জেনেই আলো খুঁজি,
দুঃখ বেদনাদায়ক জেনেই সুখ খুঁজি।


অকথ্য বুলি,
মূর্খতার ঝুলি।


আলোকিত ও সমৃদ্ধ দুনিয়ায় নিজে আলোকিত ও সমৃদ্ধ হতে চাইলে নিজের জ্ঞানের পরিধি সমৃদ্ধি করো।


সফলতা পেতে চাও?
সুনির্দ্দিষ্ট লক্ষ স্থির করে সৎ ভাবে পরিশ্রম করে প্রয়োজনের স্বার্থে বদলাও।


আমি একজন সুখ দোকানের কাস্টমার,
সুখের সন্ধানে রোজ প্রভাত শুরু হয় আমার।


নদীর নোনা জলে ভাসতে দেখি মন পবনের নাও-
তিমির রাত্রে পাল তুলে তুমি একলা কোথায় যাও?


রাতের চুপচাপ নির্জনতায় আমি ভাবছি যখন একা বসে,
তুমিই আছো এ প্রাণ জুড়ে রাত বেড়েছে হিসেব কষে।


তোমার আকাশ হবে আমার মনের বাড়ি,
রংধনু হতে এক মুঠো নীল করবো চুরি।


তুমি আমার পছন্দের রং হও,
আমি তোমার রংধনু হবো।


তোমাকে তুমি দেখার জন্য আমার চোখই যথেষ্ট,
কারণ আমার চোখগুলো তোমাকে দেখার সেরা আয়না।


তোমাকে তুমি দেখার জন্য আমার চোখই যথেষ্ট,
কারণ আমার চোখগুলো তোমাকে দেখার সেরা আয়না।


সর্তক থাকুন, এড়াতে ভয়ানক কোন বিপদ,
সাবধানে কর্মযোগ্য করুন, থাকুন নিরাপদ।


রঙ্গিন স্বপ্ন বুনেছিলে এইতো সেই ফাগ্লুনে,
আজ সবই নিস্তব্ধ পুড়ে গেছে আগুনে।


বাংলাদেশে বর্তমানে আর কোন শিক্ষার্থী নেই।
যা আছে সবাই পরিক্ষার্থী।


আমার চোখে তুমিই আমার প্রথম পছন্দ কেন জানো? কারণ আমার চোখ গুলো তোমাকে দেখার সেরা আয়না।


হাসিই হচ্ছে একমাত্র সহজ মাধ্যম নিজে ভালো থাকা ও অন্যকে ভালো রাখার।


একটা হাসি যেমন হাজারো প্রশ্নের জন্ম দেয়,
ঠিক তেমন হাজারো অজানার উত্তর দেয়।


রাতের চুপচাপ নির্জনতায় আমি ভাবছি যখন একা বসে,
তুমিই আছো এ প্রাণ জুড়ে রাত বেড়েছে হিসেব কষে।


জ্ঞানের প্রদীপ জ্বলবে মনে,
প্রেম যদি হয় বইয়ের সনে।


ঘন কালো আকাশের মাঝে তুমি এক চিলতে আলো,
বিষন্নতার মাঝেও তোমার মুচকি হাসিটি লাগে ভালো।


আমি প্রয়োজনে দুর্বার,
অপ্রয়োজনে সীমাবদ্ধ।


টাকার জন্য জীবন নয়, বরং জীবনের জন্যই টাকা। সুতরাং জীবনের মূল্যায়ন দিতে শিখো, টাকার নয়।


#ভালো_কর্মের_জন্য

পুরষ্কার কোন প্রাপ্তি নয়, এটি তোমায় অনুপ্রেরণা।
প্রাপ্তি কোন পুরষ্কার নয়, এটি মানুষের ভালোবাসা।


মায়ের স্বপ্ন সারথী, বাবার স্বপ্ন যোদ্ধা।


টাকার বিনিময় কাজ নয়,
বরং
কাজের বিনিময় টাকা।


ইনফরমেশন হাইড রাখা বিজনেস পলিসি হতে পারে, কিন্তু ইনফরমেশন মিথ্যে বলা বিজনেস পলিসি হতে পারেনা।


পুরষ্কার কোন প্রাপ্তি নয়, এটি তোমায় অনুপ্রেরণা।
প্রাপ্তি কোন পুরষ্কার নয়, এটি মানুষের ভালোবাসা।


সময়ের তুমি সময়ে এসো অসময়ে নয়,
সময়ের আমি সময়ে যাবো অসময়ে নয়।









- শরীফুল ইসলাম আরশ
- আরশ
- এস আই আরশ
- আরশ টকিজ

No comments:

Post a Comment