Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

সম্পাদকীয়






“সূচিপত্র ম্যাগাজিন পত্রিকা”

 

# ১ লা জানুয়ারি ২০১৭ # ১৮ পৌষ ১৪২৩ # ২ রবি:সানি ১৪৩৮ # রবিবার # সংখ্যা: ০১


         

নববর্ষের বারতা

হেমন্ত শেষ হয়ে যখন একটু একটু করে কনকনে শীতের আগমন তখনি আসছে একটি নতুন দিন, নতুন মাস এবং নতুন একটি বছর। আনন্দের এই উপলক্ষ্য ঘিরে কল্পনা এবং পরিকল্পনা দুটোই চলছে পুরোদমে। পাখ-পাখালীর কলরব আর রঙ্গিন ব্যানারে জ্বলসে উঠেছে নতুন বছরের আগমন বার্তা। এসএসসি পরিক্ষার্থীদের মধ্যেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যান্য শিক্ষার্থীরাও খুশি পরীক্ষা শেষে কটা দিন ঘুরে বেড়ানোর ফুসরত মিলেছিল। নতুন বছরে নতুন অগ্রযাত্রায় পা ফেলছে শিক্ষার্থীরা, প্রতিটি শ্রেণীর মানুষেরাও। তারি সাথে নতুন বছরের আগমনে সাহিত্য সমাজের চাহিদা পূরনে ‘নতুন বছর নতুনত্বের সূচনায়’ স্লোগানে ও শিক্ষার্থীদের মনের কথা নিয়ে আসছে “সূচিপত্র” ম্যাগাজিন পত্রিকাও। শিক্ষার্থীদের মনের কথা এবং সাহিত্য সমাজের চিন্তা চেতনা তুলে ধরতে, নতুন সাজে সাহিত্যের প্রতিভায় কলম ধরছে “সূচিপত্র” পত্রিকার লেখক ও সাহিত্যিক এবং অন্যান্য সকল প্রতিনিধিরাও। তবে, আপনার ক্লান্তিকর ও আনন্দদায়ক এই নতুন বছরের যাত্রার সংগী হতে চাই আমরাও। শহরে ও গ্রামে কিংবা ভিন্ন দেশে সবার কাছে পৌছে যাক ইংরেজি নতুন বছরের বারতা। “সূচিপত্র” পরিবারের পক্ষ থেকে সকল লেখক, পাঠক, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী, উপদেষ্টা, প্রতিনিধি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সকল শ্রেণীর মানুষ সহ দেশবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।


1 comment: