নববর্ষের বারতা
হেমন্ত শেষ হয়ে যখন একটু একটু করে কনকনে শীতের আগমন তখনি আসছে একটি নতুন দিন, নতুন মাস এবং নতুন একটি বছর। আনন্দের এই উপলক্ষ্য ঘিরে কল্পনা এবং পরিকল্পনা দুটোই চলছে পুরোদমে। পাখ-পাখালীর কলরব আর রঙ্গিন ব্যানারে জ্বলসে উঠেছে নতুন বছরের আগমন বার্তা। এসএসসি পরিক্ষার্থীদের মধ্যেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যান্য শিক্ষার্থীরাও খুশি পরীক্ষা শেষে কটা দিন ঘুরে বেড়ানোর ফুসরত মিলেছিল। নতুন বছরে নতুন অগ্রযাত্রায় পা ফেলছে শিক্ষার্থীরা, প্রতিটি শ্রেণীর মানুষেরাও। তারি সাথে নতুন বছরের আগমনে সাহিত্য সমাজের চাহিদা পূরনে ‘নতুন বছর নতুনত্বের সূচনায়’ স্লোগানে ও শিক্ষার্থীদের মনের কথা নিয়ে আসছে “সূচিপত্র” ম্যাগাজিন পত্রিকাও। শিক্ষার্থীদের মনের কথা এবং সাহিত্য সমাজের চিন্তা চেতনা তুলে ধরতে, নতুন সাজে সাহিত্যের প্রতিভায় কলম ধরছে “সূচিপত্র” পত্রিকার লেখক ও সাহিত্যিক এবং অন্যান্য সকল প্রতিনিধিরাও। তবে, আপনার ক্লান্তিকর ও আনন্দদায়ক এই নতুন বছরের যাত্রার সংগী হতে চাই আমরাও। শহরে ও গ্রামে কিংবা ভিন্ন দেশে সবার কাছে পৌছে যাক ইংরেজি নতুন বছরের বারতা। “সূচিপত্র” পরিবারের পক্ষ থেকে সকল লেখক, পাঠক, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী, উপদেষ্টা, প্রতিনিধি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সকল শ্রেণীর মানুষ সহ দেশবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
সম্পাদক
শরীফুল ইসলাম আরশ
শরীফুল ইসলাম আরশ
আলহামদুলিল্লাহ
ReplyDelete