শরীফুল ইসলাম আরশ | সূচিপত্র নিউজ :
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর জেলাস্থ কচুয়ার ঐতিহ্যবাহী তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২০ পরীক্ষায় পাশের হার ৯৭.৫৪%। এবছর প্রতিষ্ঠানটি হতে এসএসসি (সাধারণ) পরীক্ষায় অংশগ্রহন করেছে ১২২জন। উত্তীর্ণ হয়েছে ১১৯জন। তার মধ্যে এ+ পেয়েছে ১৭জন। এসএসসি (কারিগরি) শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭০জন। উত্তীর্ণ হয়েছে ৬৭জন। যারমধ্যে এ+ ১৬জন। পাশের হার ৯৫.৭১%।
No comments:
Post a Comment