বিনোদণ ডেস্কঃ চলতি বছরের ফেব্রুয়ারীের শুরু থেকে আরম্ভ হতে চলেছে এসএসসি পরীক্ষা। আর এতে অংশ নিচ্ছেন ঢালিউডের নবাগত নায়িকা পূজা চেরী। তাই আপাতত পড়ালেখায় মনোযোগ তার। এখন পূজা কাজ করছেন না কোনো ছবিতে।
পূজা জানালেন, এখন শুটিং নয়, পড়ার টেবিলেই সময় কাটছে তার।
পুজা চেরী |
তিনি বললেন, আপাতত কাজ করা সম্ভব নয়। এমনিতেই কাজ নিয়ে পুরো বছর ব্যস্ত থাকতে হয়। তাই এসময়টাতে লেখাপড়া করছি। মাত্রই মডেল টেস্ট দিলাম। পরীক্ষার প্রস্তুতি ভালোই চলছে।
তিনি জানালেন, পরীক্ষার পর নতুন ছবির কাজে নামবেন তিনি। ‘আন্ডারগ্রাউন্ড’ নামের পরের ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ ও রোশান। চলচ্চিত্রটি পরিচালনা করছেন রায়হান রাফী। আর প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া।
এদিকে, পরীক্ষার কারণে শুটিং বন্ধ থাকলেও পূজার নতুন ছবি মুক্তিতে কোনো বাধা নেই।
নায়িকা হিসেবে পূজা চেরীর অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে। ছবিতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি।
একই নায়কের সঙ্গে জুটি বেঁধে এবার তৈরি হলো পূজার নতুন ছবি ‘প্রেম আমার-২’। এটি প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস।
জাজ মাল্টিমিডিয়া জানায় ভারত ও বাংলাদেশে একযোগে ছবিটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৫ তারিখে।
No comments:
Post a Comment