কুমিল্লা প্রতিনিধি ||
কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ শাখার ছাত্র আট বছর বয়সী রাফসান মাহমুদ জিসান মাত্র ৪৯ দিনে কোরআনে হাফেজ হয়েছে। রাফসান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রবাসী বাহার উদ্দিনের ছেলে। গতকাল জিসানকে পাগড়ি পরিয়ে দেন জৈনপুরের বড় হুজুর মাওলানা ফাররুখ ছেয়ার ছিদ্দিকি। বিষয়টি জানাজানি হলে অনেকে তাকে দেখতে তার প্রতিষ্ঠানে ভিড় করছেন। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ বিভাগের শিক্ষক আবুল হাসান বলেন, ‘২০১৬ সালের শেষ দিকে নুরানি পড়া শুরু করে রাফসান। ২০১৮ সালের নভেম্বরের আগে নাজেরা শেষ করে। এরপর ৪ নভেম্বও কোরআন শরিফ হেফজ করতে দেওয়া হয় তাকে। সে দুই দিনে এক পারা করে মুখস্থ করতে থাকে। দশম পারা পর্যন্ত এভাবে চলে। এরপর রাফসান ১৪ দিনে ১১তম থেকে নিয়ে ২৫তম পারা পর্যন্ত মুখস্থ করে। আর বাকি পারা চার দিনে মুখস্থ করে। রাফসান ৪৯ দিনে কোরআন শরিফের পুরো ৩০ পারা মুখস্থ করেছে। সে এখন পুরো কোরআন শোনাচ্ছে। তার সাফল্য কামনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল।
- সূচিপত্র ডেস্ক
No comments:
Post a Comment