Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Tuesday, January 29, 2019

কুমিল্লায় ৪৯ দিনে কোরআনে হাফেজ হলো আট বছরের জিসান


কুমিল্লা প্রতিনিধি ||
কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ শাখার ছাত্র আট বছর বয়সী রাফসান মাহমুদ জিসান মাত্র ৪৯ দিনে কোরআনে হাফেজ হয়েছে। রাফসান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রবাসী বাহার উদ্দিনের ছেলে। গতকাল জিসানকে পাগড়ি পরিয়ে দেন জৈনপুরের                 বড় হুজুর মাওলানা ফাররুখ ছেয়ার ছিদ্দিকি। বিষয়টি জানাজানি হলে অনেকে তাকে দেখতে তার প্রতিষ্ঠানে ভিড় করছেন। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ বিভাগের শিক্ষক আবুল হাসান বলেন, ‘২০১৬ সালের শেষ দিকে নুরানি পড়া শুরু করে রাফসান। ২০১৮ সালের নভেম্বরের আগে নাজেরা শেষ করে।  এরপর ৪ নভেম্বও কোরআন শরিফ হেফজ করতে দেওয়া হয় তাকে। সে দুই দিনে এক পারা করে মুখস্থ করতে থাকে। দশম পারা পর্যন্ত এভাবে চলে। এরপর রাফসান ১৪ দিনে ১১তম থেকে নিয়ে ২৫তম পারা পর্যন্ত মুখস্থ করে। আর বাকি পারা চার দিনে মুখস্থ করে। রাফসান ৪৯ দিনে কোরআন শরিফের পুরো ৩০ পারা মুখস্থ করেছে। সে এখন পুরো কোরআন শোনাচ্ছে। তার সাফল্য কামনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল।

- সূচিপত্র ডেস্ক

নায়িকা পুজার এসএসসি পরীক্ষার কারনে শুটিং বন্ধ

বিনোদণ ডেস্কঃ চলতি বছরের ফেব্রুয়ারীের শুরু থেকে আরম্ভ হতে চলেছে এসএসসি পরীক্ষা। আর এতে অংশ নিচ্ছেন ঢালিউডের নবাগত নায়িকা পূজা চেরী। তাই আপাতত পড়ালেখায় মনোযোগ তার। এখন পূজা কাজ করছেন না কোনো ছবিতে।

পূজা জানালেন, এখন শুটিং নয়, পড়ার টেবিলেই সময় কাটছে তার।
পুজা চেরী

তিনি বললেন, আপাতত কাজ করা সম্ভব নয়। এমনিতেই কাজ নিয়ে পুরো বছর ব্যস্ত থাকতে হয়। তাই এসময়টাতে লেখাপড়া করছি। মাত্রই মডেল টেস্ট দিলাম। পরীক্ষার প্রস্তুতি ভালোই চলছে।

তিনি জানালেন, পরীক্ষার পর নতুন ছবির কাজে নামবেন তিনি। ‘আন্ডারগ্রাউন্ড’ নামের পরের ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ ও রোশান। চলচ্চিত্রটি পরিচালনা করছেন রায়হান রাফী। আর প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

এদিকে, পরীক্ষার কারণে শুটিং বন্ধ থাকলেও পূজার নতুন ছবি মুক্তিতে কোনো বাধা নেই।

নায়িকা হিসেবে পূজা চেরীর অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে। ছবিতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি।

একই নায়কের সঙ্গে জুটি বেঁধে এবার তৈরি হলো পূজার নতুন ছবি ‘প্রেম আমার-২’। এটি প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস।

জাজ মাল্টিমিডিয়া জানায় ভারত ও বাংলাদেশে একযোগে ছবিটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৫ তারিখে।

Wednesday, January 23, 2019

চলে গেলেন সঙ্গীত তারকা আহমেদ ইমতিয়াজ বুলবুল

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল (ইন্না লিল্লাহি…ইলাহে রাজিউন) । মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামীর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বর্তমানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃতদেহ আফতাব নগরে নিজ বাসায় রাখা হয়েছে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হবে শহীদ মিনারে।

প্রখ্যাত সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব। একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ১৯৭০ দশকের শেষ লগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার-সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

১৯৭০-এর দশকের শেষের দিক থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগীতে সক্রিয় হন এই বরেণ্য সুরকার। ১৯৭৮ সালে ‘মেঘ বিজলি বাদল’ ছবিতে সংগীত পরিচালনার মধ্যে দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। সেই থেকে তিন শতাধিক চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন তিনি।

- সূচিপত্র ডেস্ক।  

Social Media

      

Tuesday, January 15, 2019