Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Sunday, April 15, 2018

এই ছেলেটি যদি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ঢাকা বোর্ডে সেরা হতে পারে তাহলে আপনি আমি কোথায় আছি?

এই ছেলেটির নাম আসিফ করিম পাটোয়ারী। ছেলেটি দৃষ্টি প্রতিবন্ধী। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এই ছেলেটি দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও গত বছর সাধারন শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিয়ে ঢাকা বোর্ডে তৃতীয় হয়েছে। মনের ইচ্ছা শক্তি যে মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আসিফই তার প্রমান...



No comments:

Post a Comment