Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Wednesday, April 4, 2018

দেখুন গভীর রাতে কিভাবে আমাকে কল দিয়ে কোটিপতি বানানোর স্বপ্ন দেখাতে চেয়েছিল এই প্রতারক ভন্ড জ্যোতিষ।

গভীর রাতে আমার অতীত বর্তমান ভবিষ্যত বাণী গননা করে কোটিপতি বানাতে এক জ্যোতিষের কল। প্রতারণার ফাঁদ পাততে চেয়েছিল , কিন্তু পারেনি।

একটু আগে এক অদ্ভুত কন্ঠের জ্যোতিষ সূচিপত্র অফিসিয়াল নম্বরে কল দিয়ে আমার অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলতেছিল। আমি বললাম এটি একটি অফিসিয়াল নম্বর আপনি বলতে থাকুন শুরু থেকেই আপনার কথা রেকর্ড করা হচ্ছে এ কথা শুনে ভন্ড জ্যোতিষ এর পরপরই ফোন টা যে কাটল, পূণরায় কৌতুহলের বসে কল দিয়ে বেচারা জ্যোতিষকে আর পেলাম না। আমাকে হয়তো ফাঁদে ফেলতে পারেনি কিন্তু আপনার আশপাশের কাউকে ফাঁদে ফেলে লাক্ষ লাক্ষ টাকা হাতিয়ে নিতে পারে। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই এই প্রতারকের হাত থেকে বাঁচতে পারে।


ভন্ড জ্যোতিষের মোবাইল নম্বরটি হলোঃ ০১৮৬১৭৯১৩৪৮

ফাঁদে ফেলতে চেয়েছিল শরীফুল ইসলাম আরশ কে। কিন্তু পারেনি।
এসব ভন্ড প্রতারক হতে সাবধান!
ভুলেও এদের ফাঁদে পা দেবেন না।

সচেতনতায়ঃ সূচিপত্র

No comments:

Post a Comment