Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Tuesday, August 22, 2017

চলে গেলেন বাংলার কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক।। চলচ্চিত্র পাড়ায় শোকের বন্যা

শরীফুল ইসলাম আরশ ।। সূচিপত্র নিউজ ।।  ঢাকা ।।

চলে গেলেন বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। সোমবার ইউনাইটেড হাসপাতালে মারা যান এই অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে বিকাল ৫টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ।



রাজ্জাক হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তবে হাসপাতালে আনার পর তাঁর স্পন্দন, রক্তচাপ কিছু পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকার সময়ে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ের শুরু। দেশভাগের পরে ১৯৬৪ সালে সেইসময়ের পূর্বপাকিস্তানে চলে আসেন সপরিবারে। টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের একটি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। সিনেমায় অভিনয়ের আগে সহকারী পরিচালনা করেছিলেন আবদুল জব্বার খানের অধীনে।  দমফাঁটানো হাসির সিনেমা ফেকু ওস্তাগড় লেন সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন। এরপর কার বউ, ডাক বাবু, আখেরী স্টেশন-সহ আরও বেশ ক'টি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করে ফেলেন। পরে বেহুলা চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বিপ্লবী সিনেমা ‘জীবন থেকে নেয়া’ সিনেমায় ‘ফারুক’ চরিত্রটি অবিস্মরণীয় হয়ে থাকবে। মহান এই অভিনেতার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্টপতি, বিরোধীদলীয় নেত্রী  শোক প্রকাশ করেছেন।

Monday, August 14, 2017

আমি নেতা হব ছবির শুটিং করতে শাকিব খান এখন চাঁদপুরে। শাকিবকে এক নজর দেখতে ভক্তদের ভির শুটিং স্পটে

শরীফুল ইসলাম আরশ।।সূচিপত্র নিউজ।।চাঁদপুর।।

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবির শুটিং চলছে চাঁদপুরে গতকাল এই ছবির শুটিংয়ে অংশ নিতে ইলিশের দেশ চাঁদপুরে যান বর্তমান সময়ের আলোচিত নায়ক বাংলা সিনেমার কিং শাকিব খান। বিগত এক যুগ পর প্রিয় নায়ককে নিজ এলাকায় শুটিং করবে শুনে লাখো মানুষের ঢল পরে যায় শুটিং স্পটে। শাকিব ভক্তদের শামলাতে হিমসিম খেয়ে পরে চাঁদপুর জেলা পুলিশ। ভক্ততার জানান, নতুন লুকে শিকারি এবং নবাব মুভি দেখার পর থেকে আবারো শাকিবর ভক্ত দেশে এবং দেশের বাহিরে বেড়ে গেছে। চাঁদপুরে ‘আমি নেতা হব’ ছবির শুটিংএ অংশ নিতে শাকিবের সাথে আরো দেখা যায় ওমর সানি ও মৌসুমীকেও। এ ছবির শুটিং গত ৩১ শে জুলাই পুবাইলে শুরু হয়েছিল   ছবিতে মৌসুমীকে দেখা যাবে একটু ভিন্ন রূপেছবিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করবেন মিষ্টি জান্নাত জানা গেছেচলতি মাসেই ছবির শুটিং শেষ হবে। ছবিতে শাকিব খানের বিপরীতে  বছর পর লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে। মিম ‘আমি নেতা হব’ ছাড়াও একই পরিচালকের ‘মামলা হামলা ঝামেলা’ ছবিতে সাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই দারুন সুন্দর জুটির ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে আছেন দর্শকেরা|

ভিডিওটিতে দেখুন শুটিং এর একটি দৃশ্য:

Friday, August 11, 2017

সূচিপত্র ম্যাগাজিন ঈদ সংখ্যার নতুন সদস্যের নাম প্রকাশ

আপনি সূচিপত্র ম্যাগাজিন পত্রিকার মেম্বার হয়েছেনতো? না হলে এখুনি এখানে ক্লিক করে সম্পূণ ফ্রিতে রেজিস্টেশন করে সূচিপত্রের সদস্য হয়ে যান।



সূচিপত্র মেম্বার রেজিস্টেশন লিংঙ্কঃ https://goo.gl/tjZr7G
(সূচিপত্র সদস্য হওয়া সকল শিক্ষাথীদের জন্য উন্মুক্ত এবং সম্পূণ ফ্রি!)


 সূচিপত্রের সদস্য হলেন যারা


০১. শরীফুল ইসলাম আরশ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ০২. হাফেজ মোঃ মনিরুল ইসলাম, রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। ০৩. ছাবিকুন নাহার রিপা, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ। ০৪. নাঈমুল ইসলাম বিজয়, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া। ০৫. মো: শাকিল খাঁন, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর। ০৬. মো: আতিক হাসান, কুমিল্লা ইউসুফ হাইস্কুল, কুমিল্লা। ০৭. মো: নাজমুল হাসান, ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, কুমিল্লা। ০৮. ইসরাত জাহান ডালিয়া, ক্যামব্রীজ স্কুল, কুমিল্লা। ০৯. আব্দুল্লাহ আল নোমান, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়, ঢাকা। ১০. নাফিজুর রহমান সৃজন, বনানী বিদ্যানিকেতন, ঢাকা। ১১. মোজাম্মেল হোসেন রুমেল, রয়েল বিশ্ববিদ্যালয় ঢাকা। ১২. রবিউল ইসলাম ফয়সাল, ন্যাশনাল প্রফেসনাল ইন্সটিটিউট ঢাকা। ১৩. সাইম আহমেদ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ১৪. প্রকাশ রায়, বিএল কলেজ দৌলতপুর, খুলনা। ১৫. কাজী শামীম, দোল্লাই নবাবপুর ডিগ্রী কলেজ। ১৬. সাব্বির হোসেন শুভ, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়, ঢাকা। ১৭. শান্ত খাঁন, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়, ঢাকা। ১৮. আক্তার হোসেন বাবু, দোল্লাই নবাবপুর ডিগ্রী কলেজ, চান্দিনা। ১৯. মেহেদি হাসান, চাঁদপুর পলিটেকনিকেল ইন্সটিটিউট। ২০. .................... । ২১. মেহেদি হাসান, রয়েল ইউনিভার্সিটি। ২২. আব্দুল কাদের, আবেদা-নুর ফাজিল মাদ্রাসা। ২৩. আরিফুল হক সুমন, আহমেদ বাওয়ানি একাডেমি। ২৪. ইমরান প্রধান, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ। ২৫. এম এ হান্নান শাহ, শের-এ-বাংলা হল, চাঁদপুর। ২৬. তাওহিদুর রহমান শান, ইউ.আই গভঃ হাইস্কুল, মাদারিপুর। ২৭. এম এ রোমান রনি, চাঁদপুর পলিটেকনিক ইনসটিটিউট। ২৮. আক্তার হোসাইন, আবেদা-নুর বিএম কলেজ। ২৯. মৌসুমী ইসলাম, নার্সিং ইনসটিটিউট মিটফোর্ড, ঢাকা। ৩০. মোঃ ইশরাফিল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ৩১. ইফ্ফাত আরা টুম্পা, ইডেন মহিলা কলেজ। ৩২. হাফেজ আব্দুল কাইয়ুম, আল আমিন কামিল মাদ্রাসা। ৩৩. সোহান সৈকত, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া। ৩৪. হাবিবুন নবি, চাঁদপুর পলিটেকনিক ইনসটিটিউট। ৩৫. আফরোজা আক্তার, চাঁদপুর সরকারি কলেজ। ৩৬. রাকিবুল ইসলাম, তেজগাঁও কলেজ। ৩৭. রিফাতআরা জান্নাত, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৩৮. মোঃ আমিরুল ইসলাম, আইইউবিএটি। ৩৯. হাসিবা রশিদ অনি, ইডেন মহিলা কলেজ। ৪০. মারিয়া আফরিন, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৪১. ইয়াছিন রানা, আইইউবিএটি। ৪২. জুয়েল রানা, বাংলাদেশ টেনিস ফেডারেশন, রমনা, ঢাকা। ৪৩. মোঃ ইমন হোসাইন, সলিমুল্লাহ ডিগ্রী কলেজ। ৪৪. মুনতাহিনা মুন, কালাচাঁদপুর গভঃ স্কুল এন্ড কলেজ। ৪৫. হাফিজুর রহমান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৪৬. ইমন আহমেদ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৪৭. তানভীর আহমেদ, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়। ৪৮. সাইফুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। ৪৯. মোঃ পারভেজ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৫০. নাহিদ সুলতানা, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৫১. জাহিদুল ইসলাম হিমেল (ডেভিল), রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৫২. মোঃ সুজায়েত হোসেন, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৫৩. এসএম আনিসুজ্জামান পলাশ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৫৪. শামীম হাসান সুজন, সাচার ডিগ্রী কলেজ। ৫৫. ফরিদ, বাংলা কলেজ। ৫৬. রিয়াদ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৫৭. আহমেদ রাফি, রয়েল ইউনিভাসিটি অব ঢাকা। ৫৮. তারিকুল ইসলাম, রয়েল ইউনিভাসিটি অব ঢাকা। ৫৯. সুমাইয়া ফাহমিদা নুর, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর। ৬০. শরীফ হোসাইন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। ৬১. রোকন উদ্দিন, আইইউবিএটি। ৬২. আরাফাত সোহান, সাচার ডিগ্রী কলেজ। ৬৩. কাপিল দেব, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৬৪. মো: আল আমিন, চাঁদপুর পলিটেকনিকেল ইন্সটিটিউট। ৬৫. সাকিবুদ্দিন খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৬৬. ফখরুল ইসলাম, চাঁদপুর পলিটেকনিকেল ইন্সটিটিউট। ৬৭. জুবায়ের খন্দকার, বাইছারা মাধ্যমিক বিদ্যালয়। ৬৮. ইসমাইল হোসাইন, জাতীয় বিশ^বিদ্যালয়। ৬৯. নূর মোহাম্মদ, আইনপুর মদিনাতুল উলুম মাদ্রাসা। ৭০. মহিউদ্দিন, কুমিল্লা। ৭১. মাহমুদুল সৈকত, সরকারি বাংলা কলেজ, ঢাকা। ৭২. কাইয়ুম মাতাব্বর, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়। ৭৩. সামসুল হক আকাশ, কচুয়া। ৭৪. জান্নাতুল নাঈম আলিফ, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়। ৭৫. শাহাবুদ্দিন খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। ৭৬. জেএস সাগর মাহমুদ, রসুলপুর। ৭৭. মো: রিফাত রাজ, কায়েমকোলা কলেজ, ঝিকরগাছা যশোর। ৭৮. চলবে...

Tuesday, August 8, 2017

অবশেষে লাইভে এসে শালমান শাহ এর হত্যার কথা স্বীকার করলেন আসামী ।। হত্যার সাথে জড়িত নিজ স্ত্রী ও ডন

শরীফুল ইসলাম আরশ ।। ঢাকা ।।
বাংলাদেশ চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ্‌ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাবেয়া সুলতানা রুবি ৬ আগস্ট (গতকাল) তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। যেখানে তিনি স্বীকার করেন, নব্বই দশকের সবচেয়ে সফল এ নায়ককে হত্যা করা হয়েছে। তিনি নিজে এতে যুক্ত না থাকলেও তার স্বামী জ্যানলিন চ্যান, ছোট ভাই রুমী, সালমান শাহর স্ত্রী সামিরাসহ বেশ কয়েকজন হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে উল্লেখ করেন। আমেরিকা প্রবাসী এ নারী ঠিক কোথায় থেকে এ ভিডিওটি প্রকাশিত করেছেন তা উল্লেখ করেননি। তবে তিনি যে বেশ আতঙ্কগ্রস্ত, ভিডিওটিতে তা ফুটে ওঠে।

প্রকাশিত এ ভিডিওটিতে তিনি জানান- জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে।

রাবেয়া সুলতানা রুবি বলেন, ‘সালমান শাহ্ আত্মহত্যা করেনি, সে খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করিয়েছে আমার ভাইকে দিয়ে। সামিরার ফ্যামিলি এটা করিয়েছে আমার ভাইকে দিয়ে আর সবাই মিলে- বাকিরা সব চাইনিজ মানুষ। আমি রুবি এখানে ভেগে এসেছি। এই কেস যেন না শেষ হয়। আমি যেভাবে পারি ঠিকমতো যেন সাক্ষী দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে। দয়া করে আমার জন্য দোয়া করেন, আমি ভালো নাই। আমি কী করব আমি জানি না, শুধু এইটুকু জানি-সালমান শাহ্, মানে ইমন আত্মহত্যা করেনি, তাকে সামিরা, আমার স্বামী ও সামিরার পরিবারের সবাই মিলে খুন করেছে। প্লিজ কিছু করেন।

এবার চিকুনগুনিয়া নিয়ে কবিতা লিখলেন আরশ


চিকুনগুনিয়া
-শরীফুল ইসলাম আরশ

আিসল আবার একোন রোগ নাম চিকুনগুনিয়া,
আমি হাসি তুমি হাসো রোগের নামটি শুনিয়া।
চিকুন মোটা ব্যাপার তো নয়,
সর্বনাশা ভাইরাসে ভয়।
হুল ফোটাল এডিস মশা,
তাতেই দেহের করুণ দশা।
ভীষণ ব্যথা সারা গায়ে,
চলার শক্তি নেই যে পায়ে।
জ্বরের ঘোরে প্রলাপ বকে কাজল সজল মুনিয়া,
কাটে না আর দিন যে তাদের স্বপ্ন মালা বুনিয়া।
ভাল্লাগে না কিছু খেতে,
শুয়ে থাকা চাদর পেতে।
বমি বমি ভাব যে শুধু,
মাথাটা ঝিম, দৃষ্টি ধু ধু।
টনটনে হাড় খাচ্ছে কুড়ে,
লালচে দানা চামড়া জুড়ে।
কাঁপছে জ্বরে বাংলাদেশ ও কাঁপছে সারা দুনিয়া,
পঙ্গু করা ডেঙ্গু জ্বরের সঙ্গী চিকুনগুনিয়া।

আমার আপডেটগুলি এখানে: fb.com/sucipotro

Edit by: Shariful Islam Arash #Sucipotro

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার বাড়ছে ২৫৩টি আসন

শরীফুল ইসলাম আরশ।।সূচিপত্র প্রতিবেদন।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ২৫৩টি আসন বাড়ানো হবে বলে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল সোমবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
ভর্তির আবেদন করা যাবে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। বিস্তারিত তথ্য 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি আগের মতোই ৩৫০ টাকা।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৬ হাজার ৮০০। এ বছর আসন বেড়ে ৭ হাজার ৫৩টি ধরা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে ১ হাজার ৭৬৫, কলা অনুষদের অধীন খ-ইউনিটে ২ হাজার ৩৬৩, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ-ইউনিটে ১ হাজার ২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ-ইউনিটে ১ হাজার ৫৪০টি এবং চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া পরিচালিত হবে।

আপনি জানেন কি?

অ্যালবার্ট আইনস্টাইন এর তিনটি সেরা উক্তি

“ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে ”

“ যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি ”
“যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না”



সংগ্রহ: উইকিপিডিয়া

Sunday, August 6, 2017

বিশ্ব বন্ধু দিবস আজ।। জেনে নিন বন্ধু দিবসের ইতিহাস

সূচিপত্র নিউজ।। ঢাকা।। বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বিশ্বজুড়ে পালন করা হয় ।বন্ধুত্ব দিবস হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা “জয়েস হল” দ্বারা উন্নীত হয়েছিল ১৯১৯ সালে এবং আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস এবং এই দিন সবাই একে অন্যেকে কার্ড পাঠাত। কিন্তু, বন্ধুত্ব দিবসের ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু। ১৯৩৫ সালে, মার্কিন কংগ্রেস ঘোষণা করেন যে আগস্ট মাসের প্রতি প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে প্রতিপালিত হবে। সেই থেকে বন্ধুত্ব দিবস হয় জাতীয় উদযাপিত দিনগুলোর মধ্যে একটি। খুব শীঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এর রুপ লাভ করে। বিশ্ব বন্ধুত্ব দিবস ধারণাটি ১৯৫৮ সালের ২০ জুলাই ডঃ Artemio Bracho দ্বারা প্রস্তাবিত হয়, যখন তিনি তাঁর বন্ধুদের সাথে “পুয়ের্তো Pinasco” তে (নদীর তীরে একটি শহর যা উত্তর Asuncion, Paraguay থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত) ডিনার করছিলেন। কিন্তু বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয় প্রথম বিশ্ব বন্ধুত্ব দিবস ৩০ জুলাই করার জন্য প্রস্তাবিত হয়ে ছিল ১৯৫৮ সালে। ১৯৯৭ সালে জাতিসংঘ বিশ্বময় বন্ধুত্বের আলাদা অবস্থানে নিজেদের নিয়ে যায় ৷ ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষিত হয় ৩০ জুলাই official International Friendship Day ৷ তবে ভারত, বাংলাদেশ সহ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস উদযাপন করে ৷
এই বন্ধু দিবসে আপনিও হয়ে যেতে পারেন সূচিপত্র পরিবারের একজন প্রিয় বন্ধু। তাহলে আর দেরি নয় এখানে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি এই ফরমটি পূরণ করে হয়ে যান সূচিপত্রের বন্ধু।
বন্ধু হন এখানে গিয়ে: https://goo.gl/forms/qfq6anXNCjjMu4Qj1

সূচিপত্রের ভিডিওগুলি দেখুন এখানে: www.youtube.com/sucipotro
সূচিপত্র ফেইসবুক: www.facebook.com/sucipotro

সংগ্রহ: উইকিপিডিয়া
সংগ্রহে: শরীফুল ইসলাম আরশ

The Mazar of Hazrat Muhammad (S) ।। Video Recorded by Sharif Hossain BD ...