Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Monday, July 9, 2018

কচুয়ার অভয়পাড়ায় সিলিন্ডার গ্যাস থেকে আগুন লেগে চোখের পলকে পুড়ে গেল তিনটি ঘর।

সূচিপত্র নিউজ | শরীফুল ইসলাম আরশ | |

সিলিন্ডার গ্যাস থেকে আগুন ধরে চোখের পলকে সবার সামনে পুরে গেলো তিনটি ঘর। গত ৯ জুলাই ২০১৮ আনুমানিক সময় দুপুর ১২ টার দিকে  চাঁদপুর জেলার কচুয়া থানার অভয়পাড়া গ্রামের প্রধানীয়া বাড়ী (হতাইন্না বাড়ী) তে ইসমাইল প্রধান এর একটি ঘরে হটাৎ আগুন লেগে যায়। আগুন আগুন বলে চিৎকার করলে প্রতিবেশিসহ গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। দাবানলের মতো আগুন জ্বলতে থাকায় প্রথমে এর কাছে কেউ যেতে পারেনি। তাই স্থানীয় ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। কিন্তু উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছাতে কিছুটা বিলম্ব হয়। এর মধ্যেই এলাকাবাসী আস্তে আস্তে বিভিন্ন মাধ্যমে পানি দিয়ে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ইসমাইল প্রধানের বসতঘর ও রান্নাঘরসহ তিনটি ঘর পুরে যায়। আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা না গেলেও প্রতক্ষদর্শীরা সন্দেহাতিকভাবে ধারণা করছে আগুন রান্না করার সিলিন্ডার গ্যাস থেকে লেগেছে।



প্রতিবেদনঃ শরীফুল ইসলাম আরশ, সূচিপত্র নিউজ।

ভিডিও ধারণঃ আনিছ প্রধান, কচুয়া, চাঁদপুর।



1 comment: