সূচিপত্র নিউজ | শরীফুল ইসলাম আরশ | |
সিলিন্ডার গ্যাস থেকে আগুন ধরে চোখের পলকে সবার সামনে পুরে গেলো তিনটি ঘর। গত ৯ জুলাই ২০১৮ আনুমানিক সময় দুপুর ১২ টার দিকে চাঁদপুর জেলার কচুয়া থানার অভয়পাড়া গ্রামের প্রধানীয়া বাড়ী (হতাইন্না বাড়ী) তে ইসমাইল প্রধান এর একটি ঘরে হটাৎ আগুন লেগে যায়। আগুন আগুন বলে চিৎকার করলে প্রতিবেশিসহ গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। দাবানলের মতো আগুন জ্বলতে থাকায় প্রথমে এর কাছে কেউ যেতে পারেনি। তাই স্থানীয় ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। কিন্তু উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছাতে কিছুটা বিলম্ব হয়। এর মধ্যেই এলাকাবাসী আস্তে আস্তে বিভিন্ন মাধ্যমে পানি দিয়ে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ইসমাইল প্রধানের বসতঘর ও রান্নাঘরসহ তিনটি ঘর পুরে যায়। আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা না গেলেও প্রতক্ষদর্শীরা সন্দেহাতিকভাবে ধারণা করছে আগুন রান্না করার সিলিন্ডার গ্যাস থেকে লেগেছে।
প্রতিবেদনঃ শরীফুল ইসলাম আরশ, সূচিপত্র নিউজ।
ভিডিও ধারণঃ আনিছ প্রধান, কচুয়া, চাঁদপুর।
Very Sad
ReplyDelete