Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Monday, August 14, 2017

আমি নেতা হব ছবির শুটিং করতে শাকিব খান এখন চাঁদপুরে। শাকিবকে এক নজর দেখতে ভক্তদের ভির শুটিং স্পটে

শরীফুল ইসলাম আরশ।।সূচিপত্র নিউজ।।চাঁদপুর।।

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবির শুটিং চলছে চাঁদপুরে গতকাল এই ছবির শুটিংয়ে অংশ নিতে ইলিশের দেশ চাঁদপুরে যান বর্তমান সময়ের আলোচিত নায়ক বাংলা সিনেমার কিং শাকিব খান। বিগত এক যুগ পর প্রিয় নায়ককে নিজ এলাকায় শুটিং করবে শুনে লাখো মানুষের ঢল পরে যায় শুটিং স্পটে। শাকিব ভক্তদের শামলাতে হিমসিম খেয়ে পরে চাঁদপুর জেলা পুলিশ। ভক্ততার জানান, নতুন লুকে শিকারি এবং নবাব মুভি দেখার পর থেকে আবারো শাকিবর ভক্ত দেশে এবং দেশের বাহিরে বেড়ে গেছে। চাঁদপুরে ‘আমি নেতা হব’ ছবির শুটিংএ অংশ নিতে শাকিবের সাথে আরো দেখা যায় ওমর সানি ও মৌসুমীকেও। এ ছবির শুটিং গত ৩১ শে জুলাই পুবাইলে শুরু হয়েছিল   ছবিতে মৌসুমীকে দেখা যাবে একটু ভিন্ন রূপেছবিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করবেন মিষ্টি জান্নাত জানা গেছেচলতি মাসেই ছবির শুটিং শেষ হবে। ছবিতে শাকিব খানের বিপরীতে  বছর পর লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে। মিম ‘আমি নেতা হব’ ছাড়াও একই পরিচালকের ‘মামলা হামলা ঝামেলা’ ছবিতে সাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই দারুন সুন্দর জুটির ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে আছেন দর্শকেরা|

ভিডিওটিতে দেখুন শুটিং এর একটি দৃশ্য:

No comments:

Post a Comment