চিকুনগুনিয়া
-শরীফুল ইসলাম আরশ
আিসল আবার একোন রোগ নাম চিকুনগুনিয়া,
আমি হাসি তুমি হাসো রোগের নামটি শুনিয়া।
চিকুন মোটা ব্যাপার তো নয়,
সর্বনাশা ভাইরাসে ভয়।
হুল ফোটাল এডিস মশা,
তাতেই দেহের করুণ দশা।
ভীষণ ব্যথা সারা গায়ে,
চলার শক্তি নেই যে পায়ে।
জ্বরের ঘোরে প্রলাপ বকে কাজল সজল মুনিয়া,
কাটে না আর দিন যে তাদের স্বপ্ন মালা বুনিয়া।
ভাল্লাগে না কিছু খেতে,
শুয়ে থাকা চাদর পেতে।
বমি বমি ভাব যে শুধু,
মাথাটা ঝিম, দৃষ্টি ধু ধু।
টনটনে হাড় খাচ্ছে কুড়ে,
লালচে দানা চামড়া জুড়ে।
কাঁপছে জ্বরে বাংলাদেশ ও কাঁপছে সারা দুনিয়া,
পঙ্গু করা ডেঙ্গু জ্বরের সঙ্গী চিকুনগুনিয়া।
আমার আপডেটগুলি এখানে: fb.com/sucipotro
No comments:
Post a Comment