Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Tuesday, August 8, 2017

এবার চিকুনগুনিয়া নিয়ে কবিতা লিখলেন আরশ


চিকুনগুনিয়া
-শরীফুল ইসলাম আরশ

আিসল আবার একোন রোগ নাম চিকুনগুনিয়া,
আমি হাসি তুমি হাসো রোগের নামটি শুনিয়া।
চিকুন মোটা ব্যাপার তো নয়,
সর্বনাশা ভাইরাসে ভয়।
হুল ফোটাল এডিস মশা,
তাতেই দেহের করুণ দশা।
ভীষণ ব্যথা সারা গায়ে,
চলার শক্তি নেই যে পায়ে।
জ্বরের ঘোরে প্রলাপ বকে কাজল সজল মুনিয়া,
কাটে না আর দিন যে তাদের স্বপ্ন মালা বুনিয়া।
ভাল্লাগে না কিছু খেতে,
শুয়ে থাকা চাদর পেতে।
বমি বমি ভাব যে শুধু,
মাথাটা ঝিম, দৃষ্টি ধু ধু।
টনটনে হাড় খাচ্ছে কুড়ে,
লালচে দানা চামড়া জুড়ে।
কাঁপছে জ্বরে বাংলাদেশ ও কাঁপছে সারা দুনিয়া,
পঙ্গু করা ডেঙ্গু জ্বরের সঙ্গী চিকুনগুনিয়া।

আমার আপডেটগুলি এখানে: fb.com/sucipotro

Edit by: Shariful Islam Arash #Sucipotro

No comments:

Post a Comment