Saturday, October 19, 2019
একটি দোয়েল পাখির গল্প!
মধ্য দুপুরে পুকুর পাড়ে
দোয়েল পাখি ডাকে,
সাথে তাহার পেখম মেলার
শব্দ আসতে থাকে।
হঠাৎ আমার নজর গেলো
একটি ঝোপের মাঝে,
চুল সুতা পায়ে পেঁচিয়ে
তাহার অবস্থা খুব বাজে।
নিজ হাতে খুলে দিলাম
তাহার পায়ের বাঁধন,
ক্ষুদা পেটে পায়ের ব্যাথায়
উড়তে পারছেনা এখন।
দুটি পোকা একটু পানি
দিলাম তাকে খাবার,
সুস্থ হলে হয়তো সে
উড়তে পারবে আবার।
সেবা যত্ন চলতে থাকে
এক দুই ঘন্টা ধরে,
একটু সুস্থ হলে তাকে
দেই মুক্ত করে।
দোয়েল পাখির গল্পে
একটি শিক্ষা হয়,
যত্রতত্র চুল সুতা
ফালানো উচিত নয়।
-------------
" একটি দোয়েল পাখির গল্প "
- শরীফুল ইসলাম আরশ
ঘটনাটি আমার নতুন বাড়ীতে।
১৮ অক্টোবর ২০১৯ বিকেল ৩ টা- ৫ টা।
অভয়পাড়া, কচুয়া, চাঁদপুর।
পাখিটিকে সুস্থ করে তুলতে আমাকে সাহায্য করেছেন আমার আম্মা ও তিনি। ধন্যবাদ তোমাদেরকে।
[দোয়েল আমাদের জাতীয় পাখি। প্রায় সব পাখিকেই আমরা ভালোবাসি। তবে সেটা খাঁচায় বন্ধি করে নয়, কিংবা বেধে রেখে নয়। খোলা আকাশে স্বাধীন ভাবে তাকে উড়ে বেড়াতে দিন। আর প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য উপভোগ করুন।]
আরো একটি কথা - চুল সুতা কিংবা এজাতীয় কিছু যেখানে সেখানে ফেলবেননা। এতে করে ছোট ছোট পশু পাখি চলার পথে বা খাবার সন্ধান করতে গিয়ে পা পেঁচিয়ে বিপদে পরে, অসুস্থ হয় এবং অনেক সময় মৃত্যুও ঘটে।
-
শরীফুল ইসলাম আরশ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment