সূচিপত্র নিউজ |
প্রযুক্তির আদলে দেশের প্রতিচ্ছবিও যখন বদলাচ্ছে, তখনই হারিয়ে যেতে বসেছে গ্রামের রাতভর পালা গানের আসর। জারিগান, সারিগান সহ গ্রামীন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে পালাক্রমে উঠে আসতো এই পালা গানে। গ্রামীন এই সংস্কৃতি যখন প্রায় বিলুপ্তির পথে, তখনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন অভয়পাড়া গ্রামের মানুষ সকলে মিলে উদ্যোগ নেয় পালা গানের আসরের। সকলের সমন্বয় ও সহযোগীতায় গত ২১ অক্টোবর ২০১৯ সোমবার রাত এ আয়োজন করা হয়। এতে প্রধান শিল্পী হিসেবে পালাগান করেন একসময়ের পালাগানের তুমুল জনপ্রিয় সরকার "শহীদ সরকার"। এতে দর্শকশ্রোতা হিসেবে অংশনেয় অভয়পাড়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম শংকরপুর, বিতারা, বাইছারা, আইনপুর, সফিবাদসহ পাশের বেশকটি গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ। হারানো দিনের পালা গানে উৎসবমুখর পরিবেশ তৈরী হয় এ আয়োজনে। বাংলা সংস্কৃতির হারানো দিনের এ শিল্পটি নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন দেখতে আশা দর্শনার্থীরা।
শরীফুল ইসলাম আরশ
অভয়পাড়া, কচুয়া, চাঁদপুর।
No comments:
Post a Comment