Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Friday, October 11, 2019

চলমান ইস্যুর বাংলাদেশ | শরীফুল ইসলাম আরশ



নুসরাতকে পুরিয়ে মেরে ফেলে,
সিরাজ উদ্দৌলা গেলো জেলে।
রিফাতকে কুপিয়ে মারলে নয়ন,
বাচাঁতে পারেনি স্ত্রী মিন্নি সয়ং।
প্রিয়া সাহা ট্রাম্পের কাছে,
তাহার লোক মিছিং আছে।
কল্লা কাটার গুজব কথা,
পদ্মাসেতু চেয়েছে মাথা।
এডিস মশারা জন্ম নিলো,
ডেঙ্গুর মাত্রা বেড়ে গেলো।
পরিবেশটা যখন সুন্দর হলো,
চা ঢালায় সবাই ব্যস্ত ছিলো।
রেস্ট রুমে এলো যুগল ডিসি,
আড়ালে ছিলো গোপন সি সি।
মেহজাবিন এলো নাড়তে কড়া,
ফেইসবুকে সবাই খেলো ধরা।
ক্যাসিনোর চললো অভিযান,
টাকার নেশা আর মদ্যপান।
পেঁয়াজের দাম বেড়েছে ভাই,
দাদা আমদানি করবেনা তাই।
মেধাবী আবরার প্রতিবাদী বলে,
লাশ মিলিলো তার বুয়েট হলে।
:
:
:
শেষ না হতেই আবরার ইস্যু,
আসবে দেখো নতুন কিছু।

--------------------
© সমসাময়িক সম্পাদনীয় (নতুন ইস্যু ভাইরাল হলে তাহা শেষের অংশের সাথে পর্যায়ক্রমে সংযুক্ত করা হবে)

প্রথম লেখা ইস্যু - ১১ই এপ্রিল ২০১৯ইং (নুসরাত হত্যা)।
সর্বশেষ ইস্যু এডিট - ১১ই অক্টোবর ২০১৯ (আবরার হত্যা)।

শরীফুল ইসলাম আরশ
ঢাকা বিশ্ববিদ্যালয়

#চলমান_ইস্যুর_বাংলাদেশ

(আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, শিবির, হেফাজত ইসলাম, বামপন্থি কিংবা অন্যকোন দলের হয়ে নয়। বরং আমরা সবাই একই ছায়াতলে বসবাস করি আর তাই সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলেরই চাওয়া একটি নিরাপদ সুন্দর স্বনির্ভর বাংলাদেশ।)

- ধন্যবাদ।

No comments:

Post a Comment