আজকাল কবিতা লেখায় ছন্দ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব লেগেই আছে। এই দ্বিধা ও দ্বন্দ্ব কবিতার চিরকালীন রহস্যকে আচ্ছাদিত রাখে বিতর্কের বেড়াজালে। ছন্দ মানেই কবিতা নয়। ছন্দ কবিতার উপকরণ। শুধু উপকরণ নয়; গুরুত্বপূর্ণ উপকরণ। কিন্তু কেউ কেউ কেবল ছন্দকে কবিতার অত্যাবশ্যক উপকরণ উল্লেখের পাশাপাশি এমন বিধান আরোপ করেন যে, ছন্দই কবিতা। আদতে ‘ছন্দই পদ্য’ এমন মন্তব্য করলে কিছুটা মেনে নেওয়া যায়। কবিতা অর্থবোধ ভাব বিন্যাস হতে হবে, ছন্দ মূখ্য বিষয় নয়। তবে যদি সব ঠিক রেখে ছন্দও দেওয়া যায় তবে সেটা যে চমৎকার বাড়তি আকর্ষণ সেটা নিঃসন্দেহে।
- শরীফুল ইসলাম আরশ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যাল।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যাল।
No comments:
Post a Comment