Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Thursday, July 16, 2020

অদম্য প্রতিবন্ধী মাজহারুলকে ইলেক্ট্রিক সামগ্রী ও আথিক সহায়তা দিলেন হাজী শাহজাহান

নাঈমুল ইসলাম | সূচিপত্রঃ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশকটি অনলাইন নিউজ পোটালে চাঁদপুর জেলার কচুয়ার উপজেলার অভয়পাড়া গ্রামের অদম্য প্রতিবন্ধী মাজহারুল ইসলাম এর বেঁচে থাকার সাহসী গল্প ও প্রতিবন্ধী ভাতা না পাওয়াসহ পারিবারিক অসচ্ছলতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তা মুহুর্তে ভাইরাল হয়। সেই সাথে বিষয়টি কয়েকটি জাতীয় পত্রিকা, স্যাটেলাইট টেলিভিশনসহ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)তে প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনে উঠে আসে অসহায় অদম্য প্রতিবন্ধী মাজহারুল এর কাজ করার সামর্থ্য থাকলেও প্রতিবন্ধী হয়ে মেলেনি কোন ভাতা কিংবা অার্থিক কোন সহায়তা। পারিবারিক অসচ্চলতার কারনে পিছিয়ে পড়ায় মাজহারুল সহযোগীতা চান সরকারি ও বেসরকারি। বিষয়টি অভয়পাড়া গ্রামের কৃতি সন্তান সৌদীআরব প্রবাসী এবং আগামির ৩নং বিতারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহজাহান এর নজরে আসলে তিনি মাজহারুলের মোবাইল সার্ভিসিং কাজের জন্য একটি এলেক্ট্রিকাল 'হট এয়ার গান' ও নগদ ২০০০ (দুই হাজার) টাকাসহ মোট ৫০০০ (পাঁচ হাজার) টাকার অনুদান প্রদান করেন। হাজী শাহজাহান বলেন মাজহারুল প্রতিবন্ধী হলেও তার মধ্যে কাজ করার যে অদম্য ইচ্ছাশক্তি দেখেছি তাতে আমি অভিভূত। আমি চেষ্টা করেছি আমার যায়গা থেকে যতটুকু সম্ভব মাজহারুলের পাশে দাঁড়ানোর। যেহেতু তার সুকৌশলে কাজ করার সামর্থ রয়েছে কিন্তু অর্থাভাবে পর্যাপ্ত যন্ত্রাংশ নেই, সেহেতু সমাজের বৃত্তবানদের ও প্রশাসনের অনুরোধ করবো তার পাশে দাঁড়ানোর।
Image may contain: 7 people
এদিকে মাজহারুল ইসলামকে হাজী শাহজাহান এর পক্ষ থেকে অনুদান তুলে দেন, যিনি মুলত প্রথম অদম্য প্রতিবন্ধী মাজহারুল ইসলামকে সূচিপত্র নামক একটি অনলাইন নিউজ চ্যানেলে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন, উক্ত গ্রামেরই কৃতিসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীফুল ইসলাম আরশ। তার সাথে সেসময় উপস্থিত ছিলেন দুলাল মাষ্টার, নবীর হোসেন মাষ্টার, হুমায়ুন কবির মোল্লা, শরীফ মোল্লাসহ স্থানীয় বেশকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে অনুদান পেয়ে হাজী শাহজাহান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাজহারুল ইসলাম।
মাজহারুল ইসলামকে অনুদান প্রদান করতে যোগাযোগ করুন এই (01859431642) নাম্বারে।

সূচিপত্রে প্রচারিত প্রতিবেদনঃ https://youtu.be/2YnIfj_mTFw
বিটিভিতে প্রচারিত প্রতিবেদনঃ https://shorturl.at/hsuEK

No comments:

Post a Comment