Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Thursday, October 31, 2019

জেএসসি পরীক্ষার্থীদের পরামর্শ ও শুভকামনা । দৈনিক ইনকিলাব । শিক্ষা । পর্ব-০২ । শরীফুল ইসলাম আরশ


সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ স্নেহাশীষ শুভেচ্ছা নিও,

তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা জেএসসি (Junior School Certificate) আগামী ০২/১১/২০১৯ইং তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এটি তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বিধায় যাতে এ পরীক্ষাটিতে খুব সহজে ভালো ফলাফল অর্জন করতে পার সেদিকে লক্ষ্য রাখবে। জুুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ইংরেজি, গণিত ও বিজ্ঞানে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়, তাই এ বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এখন যেহেতু সময় বেশি নেই তাই এখন থেকে রুটিন ওয়ারী বেশি বেশি করে রিভিশন দাও এবং মেইন বই লাইন বাই লাইন বেশ কয়েকবার পড়। তোমারা ভালো ফলাফল পাওয়ার জন্য তোমাদের শিক্ষক ও মা-বাবার পরামর্শগুলো গুরুত্ব সহকারে অনুসরণ করলে খুব সহজে ভালো ফলাফল অর্জন করতে পারবে। পরীক্ষা হলে সময়ের সাথে সামঞ্জস্য রেখে সুন্দর ভাবে সঠিক উত্তর প্রদান করবে। মনেরেখো নিদ্দিষ্ট সময়ের মধ্যে যেনো পূর্ণনম্বর উত্তর প্রদান করতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

শরীফুল ইসলাম আরশ
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশঃ ইনকিলাব

পিইসি পরীক্ষার্থীদের পরামর্শ ও শুভকামনা । দৈনিক ইনকিলাব । শিক্ষা । পর্ব-০৬ । শরীফুল ইসলাম আরশ

দৈনিক ইনকিলাব । শিক্ষা । পরামর্শ ও শুভকামনা । পর্ব-০৬ ।



সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ স্নেহাশীষ শুভেচ্ছা নিও,

তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা পিইসি (Primary Education Completion) আগামী ১৭/১১/২০১৯ইং তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এটি তোমাদের জীবনের প্রথম পরীক্ষা বিধায় যাতে এ পরীক্ষাটিতে খুব সহজে ভালো ফলাফল অর্জন করতে পার সেদিকে লক্ষ্য রাখবে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ইংরেজি, গণিত ও বিজ্ঞানে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়, তাই এ বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এখন যেহেতু সময় বেশি নেই তাই এখন থেকে রুটিন ওয়ারী বেশি বেশি করে রিভিশন দাও এবং মেইন বই লাইন বাই লাইন বেশ কয়েকবার পড়। তোমারা ভালো ফলাফল পাওয়ার জন্য তোমাদের শিক্ষক ও মা-বাবার পরামর্শগুলো গুরুত্ব সহকারে অনুসরণ করলে খুব সহজে ভালো ফলাফল অর্জন করতে পারবে। পরীক্ষা হলে সময়ের সাথে সামঞ্জস্য রেখে সুন্দর ভাবে সঠিক উত্তর প্রদান করবে। মনেরেখো নিদ্দিষ্ট সময়ের মধ্যে যেনো পূর্ণনম্বর উত্তর প্রদান করতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

শরীফুল ইসলাম আরশ
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ ঃ ইনকিলাব

Wednesday, October 23, 2019

হারানো দিনের পালা গানের আসরে উৎসবমুখর কচুয়ার অভয়পাড়া

Image may contain: one or more people and text
সূচিপত্র নিউজ |
প্রযুক্তির আদলে দেশের প্রতিচ্ছবিও যখন বদলাচ্ছে, তখনই হারিয়ে যেতে বসেছে গ্রামের রাতভর পালা গানের আসর। জারিগান, সারিগান সহ গ্রামীন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে পালাক্রমে উঠে আসতো এই পালা গানে। গ্রামীন এই সংস্কৃতি যখন প্রায় বিলুপ্তির পথে, তখনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন অভয়পাড়া গ্রামের মানুষ সকলে মিলে উদ্যোগ নেয় পালা গানের আসরের। সকলের সমন্বয় ও সহযোগীতায় গত ২১ অক্টোবর ২০১৯ সোমবার রাত এ আয়োজন করা হয়। এতে প্রধান শিল্পী হিসেবে পালাগান করেন একসময়ের পালাগানের তুমুল জনপ্রিয় সরকার "শহীদ সরকার"। এতে দর্শকশ্রোতা হিসেবে অংশনেয় অভয়পাড়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম শংকরপুর, বিতারা, বাইছারা, আইনপুর, সফিবাদসহ পাশের বেশকটি গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ। হারানো দিনের পালা গানে উৎসবমুখর পরিবেশ তৈরী হয় এ আয়োজনে। বাংলা সংস্কৃতির হারানো দিনের এ শিল্পটি নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন দেখতে আশা দর্শনার্থীরা।

শরীফুল ইসলাম আরশ
অভয়পাড়া, কচুয়া, চাঁদপুর।

Saturday, October 19, 2019

একটি দোয়েল পাখির গল্প!





মধ্য দুপুরে পুকুর পাড়ে

দোয়েল পাখি ডাকে,

সাথে তাহার পেখম মেলার

শব্দ আসতে থাকে।



হঠাৎ আমার নজর গেলো

একটি ঝোপের মাঝে,

চুল সুতা পায়ে পেঁচিয়ে

তাহার অবস্থা খুব বাজে।



নিজ হাতে খুলে দিলাম

তাহার পায়ের বাঁধন,

ক্ষুদা পেটে পায়ের ব্যাথায়

উড়তে পারছেনা এখন।



দুটি পোকা একটু পানি

দিলাম তাকে খাবার,

সুস্থ হলে হয়তো সে

উড়তে পারবে আবার।



সেবা যত্ন চলতে থাকে

এক দুই ঘন্টা ধরে,

একটু সুস্থ হলে তাকে

দেই মুক্ত করে।



দোয়েল পাখির গল্পে

একটি শিক্ষা হয়,

যত্রতত্র চুল সুতা

ফালানো উচিত নয়।



-------------



" একটি দোয়েল পাখির গল্প "

- শরীফুল ইসলাম আরশ



ঘটনাটি আমার নতুন বাড়ীতে।

১৮ অক্টোবর ২০১৯ বিকেল ৩ টা- ৫ টা।

অভয়পাড়া, কচুয়া, চাঁদপুর।



পাখিটিকে সুস্থ করে তুলতে আমাকে সাহায্য করেছেন আমার আম্মা ও তিনি। ধন্যবাদ তোমাদেরকে।



[দোয়েল আমাদের জাতীয় পাখি। প্রায় সব পাখিকেই আমরা ভালোবাসি। তবে সেটা খাঁচায় বন্ধি করে নয়, কিংবা বেধে রেখে নয়। খোলা আকাশে স্বাধীন ভাবে তাকে উড়ে বেড়াতে দিন। আর প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য উপভোগ করুন।]



আরো একটি কথা - চুল সুতা কিংবা এজাতীয় কিছু যেখানে সেখানে ফেলবেননা। এতে করে ছোট ছোট পশু পাখি চলার পথে বা খাবার সন্ধান করতে গিয়ে পা পেঁচিয়ে বিপদে পরে, অসুস্থ হয় এবং অনেক সময় মৃত্যুও ঘটে।



-

শরীফুল ইসলাম আরশ

ঢাকা বিশ্ববিদ্যালয়।

Friday, October 11, 2019

চলমান ইস্যুর বাংলাদেশ | শরীফুল ইসলাম আরশ



নুসরাতকে পুরিয়ে মেরে ফেলে,
সিরাজ উদ্দৌলা গেলো জেলে।
রিফাতকে কুপিয়ে মারলে নয়ন,
বাচাঁতে পারেনি স্ত্রী মিন্নি সয়ং।
প্রিয়া সাহা ট্রাম্পের কাছে,
তাহার লোক মিছিং আছে।
কল্লা কাটার গুজব কথা,
পদ্মাসেতু চেয়েছে মাথা।
এডিস মশারা জন্ম নিলো,
ডেঙ্গুর মাত্রা বেড়ে গেলো।
পরিবেশটা যখন সুন্দর হলো,
চা ঢালায় সবাই ব্যস্ত ছিলো।
রেস্ট রুমে এলো যুগল ডিসি,
আড়ালে ছিলো গোপন সি সি।
মেহজাবিন এলো নাড়তে কড়া,
ফেইসবুকে সবাই খেলো ধরা।
ক্যাসিনোর চললো অভিযান,
টাকার নেশা আর মদ্যপান।
পেঁয়াজের দাম বেড়েছে ভাই,
দাদা আমদানি করবেনা তাই।
মেধাবী আবরার প্রতিবাদী বলে,
লাশ মিলিলো তার বুয়েট হলে।
:
:
:
শেষ না হতেই আবরার ইস্যু,
আসবে দেখো নতুন কিছু।

--------------------
© সমসাময়িক সম্পাদনীয় (নতুন ইস্যু ভাইরাল হলে তাহা শেষের অংশের সাথে পর্যায়ক্রমে সংযুক্ত করা হবে)

প্রথম লেখা ইস্যু - ১১ই এপ্রিল ২০১৯ইং (নুসরাত হত্যা)।
সর্বশেষ ইস্যু এডিট - ১১ই অক্টোবর ২০১৯ (আবরার হত্যা)।

শরীফুল ইসলাম আরশ
ঢাকা বিশ্ববিদ্যালয়

#চলমান_ইস্যুর_বাংলাদেশ

(আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, শিবির, হেফাজত ইসলাম, বামপন্থি কিংবা অন্যকোন দলের হয়ে নয়। বরং আমরা সবাই একই ছায়াতলে বসবাস করি আর তাই সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলেরই চাওয়া একটি নিরাপদ সুন্দর স্বনির্ভর বাংলাদেশ।)

- ধন্যবাদ।

আমি ছাত্র রাজনীতিতে জড়িত নয়,
তবে ন্যায়নীতির ক্লাসে ফার্স্ট বয়।

- শরীফুল ইসলাম আরশ

Image may contain: text
শরীফুল ইসলাম আরশ

আমি ছাত্র রাজনীতি করিনা,
তবে ন্যায়নীতির ক্লাসে ফার্স্ট বয়!

শরীফুল ইসলাম আরশ

Image may contain: text
শরীফুল ইসলাম আরশ