Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Thursday, September 14, 2017

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরিক্ষা শুক্রবার

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরিক্ষা ১৫ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার সকাল ১০:০০ টায়। ভর্তি ইচ্ছুক পরিক্ষার্থীদের পরিক্ষার হল ভবন ও সিট খোঁজার হয়রানি এড়াতে সহায়তা করবে ঢাবির বেশ কয়েকটি স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীরা।
স্লোগান: “প্রতারণা চক্র এড়িয়ে চলে, সুস্থভাবে যান পরিক্ষার হলে”
এদিকে এবছর ঢাবির ২০১৭-১৮ ভর্তি পরিক্ষায় ‘গ’ ইউনিটের অধিনে ১২৫০ টি সিটের বিপরীতে ২৯,৯৫৪ জন শিক্ষার্থী লড়াই করবে।
সহায়তায়: চিত্রমহল স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রয়োজনে: ০১৮৫১-০০৯০২২ ও ০১৮৬৬-৬৮২৮১৮

স্লোগান আইডিয়া: শরীফুল ইসলাম আরশ


Tuesday, September 12, 2017

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘সতর্কবার্তা’ নিয়ে মুখ খুললেন এক ডিবি পুলিশ কর্মকর্তা

সতর্ক বার্তা নামে একটি এসএমএস ইতিমধ্যে ফেইসবুক সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ঘুরছে ইনবক্সে ইনবক্সে। যা ইতিমধ্যে আমার ইনবক্সে এসেছে ২০ থেকে ২৫ জনের কাছ থেকে। এসএমএসটিতে দাবি করা হয়েছে এটি বাংলাদেশ ডিবি পুলিশ নাকি এটি ছড়িয়ে দিতে বলেছে। এনিয়ে একজন ডিবি পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান:





(বিস্তারিত দেখুন ভিডিওটিতে)
সতর্ক বার্তাটি ছিল এমন:

সতর্ক বার্তা : বাংলাদেশ ডিবি পুলিশের কাছ থেকে এই massageটা পুরো দুনিয়ার জন্য দেওয়া হয়েছে!! আগামি কয়েক সপ্তাহ Coca cola বা Pepsi অথবা পানীয় জাতীয় কোন জিনিস যা বাজারে পাওয়া যায় সেই সব জিনিস খাবেন না!! কারন এতে কেউ HIV Blood মিশিয়ে দিয়েছে এটা ভারতের 'এন ডি' টি ভি তে দেখানো হয়েছিল!! দয়া করে সব বন্ধুদের শেয়ার করে একজন দায়িত্ববান নাগরিকের ভূমিকা পালন করুন।।দয়া করে এটি delete করার আগে, তোমার বন্ধুদের সাহায্য করো এটি পাঠিয়ে। 16 কোটি বাংলাদেশীদের কাছে পৌঁছে দাও। এটি কাউকে সাহায্য করতে পারে। যতবেশি সম্ভব এটি Forword করো। দয়াকরে এটি পরো ও পাঠাও আমেরিকান ডাক্তাররা মানুষের শরীরে এক নতুন ক্যান্সার খুঁজে পেয়েছেন যার কারন Silver Nitro Oxide. যখন তুমি মোবাইল কার্ড নোখ দিয়ে ঘসিয়ে তোলো তখন এটি তোমার শরীরে স্কিন ক্যান্সারের কারণ হয়ে দাড়াতে পারে।এটি Share করো যাদের তুমি ভালোবাসো। বাম কানে ফোনে কথা বলো। ঠান্ডা পানি দিয়ে ঔষধ খেও না। ৫টার পরে ভারী খাদ্য খেও না। রাতের চেয়ে দিনে পানি বেশি পান করো। ঘুমানোর উত্তম সময় হলো রাত ১০টা হতে ভোর ৪টা। চার্জের বাতি যখন শেষ দাগে তখন কোনো কল ধরোনা এই সময় রেডুএশন অন্যান্য সময়ের চেয়ে ১০০০ গুন বেশি থাকে। তুমি কি এটি তাদের পাঠাতে পারবে যাদের তুমি আদর,যন্ত, বা ভালোবাসো? আমি করেছি, উদারতা কিছু নয় কিন্তু জ্ঞান হলো শক্তি। জরূরী আমেরিকান ক্যামিকাল রিসার্চ সেন্টার: প্লাস্টিকের কাপে চা খেওনা এবং পোলেথিন পেপার এ কোনো ফল খেওনা কারন এর দ্বারা ৫২ ধরনের ক্যান্সার হতে পারে। তাই এই সুন্দর একটি এস এম এস ১০০ খারাপ এস এম এস থেকে উত্তম। দয়াকরে এটি পাঠাও যাদের তুমি যত্ন করো।


অনুরোদ ক্রমে Bangladesh DB Police.

Friday, September 1, 2017

ঈদ সেরা গল্পে শরীফুল ইসলাম আরশের ‘বাবা-মায়ের ঈদ’

বাবা-মায়ের ঈদ

- শরীফুল ইসলাম আরশ

(এটা কোন নিছক গল্প নয় কিছু পরিবারের বাস্তব দৃশ্য - গল্প হলেও সত্যি!)
এই দ্যাখ বাপ, তোর লাইগা এই প্যান্টটা আনছি। পুরা ছয়শ টাকা নিছে। ছেলে বলছে ধুর, এটা কি প্যান্ট কিনলা? আবির রে দেখছো? ওর আব্বা ওরে ১৮০০ টাকা দিয়া প্যান্ট কিনে দিছে। আর ওর জুতার দামও ১৪০০ টাকা। ছেলের কথা শুনে মুখে কথা আটকে যায় বাবার। প্যান্টটা আস্তে করে পাশে রেখে দেন। ঈদের দিন ছেলে, বাবা টাকা দাও। ঘুরতে যাবো। অহন কই যাবি। ঈদের নামাজ পড়বি না? সে পড়ে নেবো। এখন প্যাচাল রেখে দুই হাজার টাকা দাও। তোদের জামাকাপড় কিনতে তো বোনাসের টাকাটা শেষ হয়ে গেছে। এখন এই এক হাজার টাকা আছে। তোর মার গরুর গোশত খুব প্রিয়। এখন পাঁচশ নে বাবা, বাকিটা দিয়ে কেজি দেড়েক মাংস কিনি । তোর মা খুব খুশি হবে । ধুর পাঁচশ টাকা দিয়ে কি হয় আজকাল? যাও লাগবেনা তোমার টাকা। ইচ্ছা মত গরুর মাংস খাও। রাগ করে চলে যায় ছেলে। বাবা শুধু চেয়ে দেখেন আর ভাবেন সত্যিই তো । পাঁচশ টাকায় কি হয় বর্তমান যুগে। পুরাটা দিলেই পারতাম। এক ঈদে গরুর মাংস নাহয় নাই খাইতাম । এটা কেবল নিছক গল্প না। অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটা সাধারণ একটা দৃশ্য । বাবাটা নিজে গত চার বছরের পুরনো শার্টটা নেড়ে চেড়ে বলে আরো বছরখানেক যাবে । মা বলে আমার কিছু লাগবে না । ছেলে কত জাায়গায় যায়, কত বন্ধুদের সাথে মেশে। ওকে দামী শার্ট প্যান্ট কিনে দাও। আমরা তাদের এ ত্যাগকে মূল্য দেইনা। যখন বাবা ঈদের শপিং এনে বলে, বাবা এইটা তোর । তখন কি এই প্রশ্ন করতে পারিনা যে বাবা তুমি কি নিছো এই ঈদে? মায়ের জন্য আনছো? আমি নিশ্চিত বাবার উত্তর হবে, আমরা বুড়ো হয়ে গেছি আমাদের এসবের কি দরকার? বাবারা এমনই হয়।

(এখন বুঝনা, নিজে বাবা হও তখন বুঝবা)
শুধু ঈদেই নয় প্রতিটি মুহূর্ত কাটুক বাবা-মাদের সাথে আনন্দটুকু ভাগাভাগ করে নেয়ার মধ্য দিয়ে, এই হউক অঙ্গিকার।

প্রকাশ: সূচিপত্র ঈদ সংখ্যা।