Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Monday, June 21, 2021

কচুয়ার নবনিযুক্ত এসিল্যান্ড মাহমুদা মনি



চাঁদপুর জেলার কচুয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাহমুদা কুলসুম মনি যোগদান করবেন। এর আগে তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনারের আদেশে বদলি জনিত কারণে মাহমুদা কুলসুম মনি'কে কচুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।


 গত ২০ জুন তারিখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।


অচিরেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে যোগদান করবেন বলে জানা গেছে। নব নিযুক্ত এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর জন্মস্হান নারায়ণগঞ্জ জেলায়।



শরীফুল ইসলাম আরশ

কচুয়া, চাঁদপুর।

Wednesday, June 2, 2021

কচুয়ার পুকুর থেকে অজগর সাপ উদ্ধার

 পুকুরে অজগর সাপ, দুই ঘন্টা পর উদ্ধার! 



 চাঁদপুর কচুয়ার অভয়পাড়া গ্রামে ইসমাইল প্রধানীয়া বাড়ির পুকুরের পাড়ে গাছের ঢালায় হঠাৎ একটি অজগর সাপের সন্ধান মিলেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে ওই গ্রামের মানিক নামের এক যুবক অজগর সাপটি দেখতে পেয়ে ধরতে গেলে সাপটি পাশ্ববর্তী পুকুরে নেমে যায়।

 এ সময় স্থানীয় আশে পাশের লোকজন ওই পুকুরে মাছ ধরার জাল ফেলে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে অবশেষে প্রায় ৮ কেজি ওজনের অনুমান ৭ফুট লম্বা অজগর সাপটিকে জীবিত উদ্ধারের পর বস্তাবন্দি করে।

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী জানান, সাপটিকে আটকের পর অভয়পাড়া বাজারে নিয়ে আসে স্থানীয় জনতা। তবে সাপটি কোথায় থেকে কীভাবে এলো তা রহস্যজনক। অজগর সাপটি আটকের পর দেখতে বর্তমানে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে বলে তিনি জানান।



ঢাবি শিক্ষার্থী শরীফুল ইসলাম আরশ বলেন, অজগর সাপ অজোপাড়া গাঁয়ে উদ্ধারের বিষয়টি খুবই অদ্ভুত ব্যাপার। যেহেতু এটি রাষ্ট্রীয় সম্পদ তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু উপজেলা প্রানী সম্পদ ও বন বিভাগ সাপটি উদ্ধারে কিংবা নিয়ে যাওয়ার বিষয়ে যোগাযোগ করলেও এখানো কোনো সহযোগিতা করেননি।


----


শরীফুল ইসলাম আরশ

কচুয়া, চাঁদপুর।

রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা এর নতুন ভিসি ড. সুভাষ চন্দ্র শীল

RUD সংবাদদাতা:

রয্যাল ইউনিভার্সিটি অব ঢাকা (RUD) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সুভাষ চন্দ শীল (পিআরএল)। ১লা জুন (মঙ্গলবার) মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।


এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী যোগদানের তারিখ হতে উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির নতুন ভিসি নিয়োগের বিষয়টি বেশকয়েক বছর ধরে বিলম্ব হওয়াতে শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন করতেও দেখা গিয়েছিল। রাষ্ট্রপতি কর্তৃক নতুন ভিসি নিয়োগ পাওয়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দিত। তারা রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে নতুন উপাচার্যের অধীনে ১ম সমাবর্তন এর পরিকল্পনা যেনো দ্রুত বাস্তবায়ন করা হয় সেই আহবান জানান।



শরীফুল ইসলাম আরশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, সময় টিভি।