Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Monday, February 3, 2020

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ লগোতে মুজিববর্ষ


অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এর লগোর জন্য ‘মুজিব শতবর্ষ’ থিমটাকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ ৬জন শিক্ষার্থীর দুটি টিম কাজ করে। যার মধ্যে ছিলের শরীফুল ইসলাম আরশ। বাংলা একাডেমির আইডিয়া ও ধারণা অনুযায়ী আরশের টিমকে নিয়ে সে ডিজাইন করেছে এই লগোটি। যেখানে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ ফুটে উঁঠেছে ১০০ যা শতবর্ষ। অর্থাৎ এবারের গ্রন্থমেলাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উৎসর্গ করা হয়েছে। পরবর্তিতে লগোতে একটু লাল সবুজ রঙের আদল এনে লগোটি নির্বাচিত করা হয়। ধন্যবাদ বাংলা একাডেমি এবং অন্যান্য টিমের সদস্যদের। যাদের সাপোর্ট না পেলে লগোটার পূর্ণতা পেতোনা। গত ৯ নভেম্বর ২০১৯ লগো ডিজাইন করে পোষ্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফুল ইসলাম আরশ।


অমর একুশে গ্রন্থমেলা ২০২০ লগো



বিষয়                 : অমর একুশে গ্রন্থমেলা ২০২০
থিম                   : মুজিব শতবর্ষ
উৎসর্গ              : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
অনুমোদন        : বাংলা একাডেমি
লগো ডিজাইন  : শরীফুল ইসলাম আরশ

No comments:

Post a Comment