Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Thursday, May 30, 2019

কবিতায় ছন্দ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব!


আজকাল কবিতা লেখায় ছন্দ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব লেগেই আছে। এই দ্বিধা ও দ্বন্দ্ব কবিতার চিরকালীন রহস্যকে আচ্ছাদিত রাখে বিতর্কের বেড়াজালে। ছন্দ মানেই কবিতা নয়। ছন্দ কবিতার উপকরণ। শুধু উপকরণ নয়; গুরুত্বপূর্ণ উপকরণ। কিন্তু কেউ কেউ কেবল ছন্দকে কবিতার অত্যাবশ্যক উপকরণ উল্লেখের পাশাপাশি এমন বিধান আরোপ করেন যে, ছন্দই কবিতা। আদতে ‘ছন্দই পদ্য’ এমন মন্তব্য করলে কিছুটা মেনে নেওয়া যায়। কবিতা অর্থবোধ ভাব বিন্যাস হতে হবে, ছন্দ মূখ্য বিষয় নয়। তবে যদি সব ঠিক রেখে ছন্দও দেওয়া যায় তবে সেটা যে চমৎকার বাড়তি আকর্ষণ সেটা নিঃসন্দেহে।

- শরীফুল ইসলাম আরশ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যাল।

No comments:

Post a Comment