Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Tuesday, January 4, 2022

কচুয়ার বিতারা ইউপি সদস্য হিসেবে ইউনুস মুন্সীকে আবারো চায় জনগন।



বিশেষ প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. ইউনুস মুন্সী তালা প্রতীকে প্রার্থীতা করছেন। সোমবার উক্ত ইউপির ৫নং ওয়ার্ডের অভয়পাড়া ও বিতারার সাধারণ মানুষের কাছ থেকে জানা যায়, তিনি ইতোপূর্বে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমুখী কাজ করেছেন এবং সামনেও করার প্রস্তুতি দিয়েছেন। বিগত ৫বছরে ইউপি সদস্য হিসেবে তার কাজে জনগন সন্তুষ্টি অর্জণ করায়, এবারও তাকে ৫নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান।
এসময় ইউপি সদস্য প্রার্থী মো. ইউনুস মুন্সী বলেন, আমি এই ওয়ার্ডের একবার মেম্বার নির্বাচিত হয়েছি। এবারো ওয়ার্ডবাসীর সমর্থনে পূনরায় মেম্বার পদে নির্বাচন করছি। আগামী ৫ জানুয়ারি ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে ভোট দিয়ে পূনরায় নির্বাচিত করবেন।
 
- ডেস্ক রিপোর্ট