কেক কাটা ও নিজস্ব টি-শার্ট বিতরণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ২৩ অক্টোবর শুক্রবার ঢাকার পল্টনে অনুষ্ঠিত হয়েগেলো কচুয়া সার্ভিস হোন্ডার এসোসিয়েশন অব ঢাকা (কেএসডিএ) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা।
জান্নাত সামির পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেএসডিএ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শরীফুল ইসলাম, উপদেষ্টা সদস্য হারুনুর রশীদ ও অন্যান্য ফাউন্ডিং মেম্বারসহ কচুয়ার বিভিন্ন ইউনিয়ন এর কেএসডিএ সদস্য ও অতিথিরা। অনুষ্ঠানে কেএসডিএ এর বর্তমান অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা।
অনুষ্ঠান সূত্রে যানা যায়, সব ঠিক থাকলে কেএসডিএ এর পেইড মেম্বারদের সমন্বিত উদ্যোগে আগামি বছরই কচুয়াতে আসছে কেএসডিএ এর প্রথম বাণিজ্যিক প্রতিষ্ঠান 'খুঁটি বাজার'। ইতোমধ্যে এর পরিকল্পনা প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন কেএসডিএ এর সংশ্লিষ্টরা।
------------------ শরীফুল ইসলাম আরশ সূচিপত্র নিউজ, ঢাকা।
চাঁদপুরের হাজীগঞ্জে শুভ উদ্বোধন হলো সরকারী বিআরটিসি এসি বাস সার্ভিস। রবিবার সকালে কচুয়া হয়ে হাজীগঞ্জ টু ঢাকা কমলাপুর এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রশীদ, বাস সার্ভিসের পরিচালক ও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন সোহেল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৈশাখী বড়ুয়া বলেন, বাস সার্ভিসটি অত্যন্ত আনন্দদায়ক ও ঝুঁকিবিহীণ হবে বলে আমরা আশাবাদী। দায়িত্বশীলগণ ন্যায়নীতির ভিত্তিতে সেবা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই লাভবান হবেন।
পরিচালক জাকির হোসেন সোহেল বলেন, মাত্র ২শ’ ৫০ টাকার বিনিময়ে সর্বোচ্চ ২ ঘন্টা ৩০ মিনিটে হাজীগঞ্জ থেকে ঢাকা যাওয়া সম্ভব। এছাড়াও কচুয়া থেকে মাত্র ১’শ ৫০ টাকা দিয়ে ঢাকা যেতে পারবে যাত্রীগণ।
তিনি আরও বলেন, চমৎকার এই সেবাকে আরও বেশি গ্রহণযোগ্য করতে সকাল সাড়ে পাঁচটায় বিভিন্ন সরকারী ও বেরসরকারী কর্মকর্তা-কর্মচারীগণ ঢাকার উদ্দেশ্যে রওনা করতে পারবেন। সারাদিন ৫ বার বাস আশা-যাওয়া করবে। হাজীগঞ্জ পশ্চিম বাজার চৌরাস্তা থেকে ও ঢাকা কমলাপুর স্ট্যান্ড থেকে ছাড়বে বাসটি। অগ্রীম টিকিট সংগ্রহের সুযোগও থাকবে।
ফোন হারানোর যন্ত্রণা সবাইকে কখনো না কখনো পেতে হয়েছে। সোফার খাঁজে লুকাল, নাকি অফিসের ফাইলপত্তরের ভেতর, নাকি বাসাতেই রেখে এলেন—নানা দুশ্চিন্তা ঘিরে ধরে আপনাকে। অন্য কোনো নম্বর থেকে ফোন করে নিশ্চিত হবেন, সে উপায়ও হয়তো নেই! নিজেই যে মোবাইলকে ‘সাইলেন্ট’ মুডে রেখেছিলেন কাজের সুবিধার্থে! এমন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সুযোগ গুগলই করে দিচ্ছে। শুধু এই পাঁচটি ধাপ অনুযায়ী চলতে হবে আপনাকে—
১. আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে জিমেইল আইডি ব্যবহার করেন, সেটি মনে আছে তো? তবে কোনো কম্পিউটারে বসে প্রথমে এই ঠিকানাটা লিখুন (https://www. google. com/android/find)। সেখানে আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তখন ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন দেখাবে, যেটি ‘একসেপ্ট’ করলেই আপনার প্রাথমিক ধাপ শেষ।
২. আপনার ডিভাইসের লোকেশন(ইন্টারনেট সংযোগ থাকতে হবে) অপশনটি চালু থাকলেই শুধু এ ধাপ কাজ করবে। সার্ভারে আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল নম্বরটি দেখে সেটি খুঁজে নেবে গুগল ম্যাপ। মোবাইল থেকে পাওয়া তথ্য সার্ভারের মাধ্যমে গুগল ম্যাপে দেখিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এখানে কিন্তু সম্ভাব্য কাছাকাছি লোকেশনই দেখানো হবে।
৩. মোবাইলকেও যদি আপনার এলাকাতেই দেখানো হয়, সে ক্ষেত্রে বাঁ দিকে থাকা (PLAY SOUND) অপশনটি ব্যবহার করুন। এর ফলে কম্পিউটার থেকেই আপনার মোবাইলে রিংটোন বাজানো যাবে। মোবাইল সাইলেন্ট মুডে থাকলেও কোনো সমস্যা নেই, পাঁচ মিনিট ধরে নিজেকে জানান দেবে মোবাইল।
৪. কিন্তু মোবাইল যদি সত্যিকারেই হারিয়ে যায় এবং দ্রুত খুঁজে পাওয়ার সুযোগও যদি খুঁজে না পান, সে ক্ষেত্রে আপনি মোবাইল লক করে দেওয়ার ব্যবস্থা নিতে পারেন। একটি পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারবেন সেট। উদ্ধারের পর সে পাসওয়ার্ড দিয়ে সেট আনলক করে নিতে পারবেন।
৫. কিন্তু সেট উদ্ধারের সব আশাই যদি জলাঞ্জলি দিয়ে থাকেন, সে ক্ষেত্রে এটাই আপনার শেষ আশ্রয়। মোবাইলে থাকা মহাগুরুত্বপূর্ণ তথ্য যেন অন্য কারও হাতে না পড়ে, সে ব্যবস্থাও নিতে পারেন। (ERASE DATA) অপশনটি ব্যবহার করে, মোবাইলের সব ডেটা মুছে ফেলতে পারবেন। মোবাইল যদি অফলাইনে থাকে, তবে যখনই অনলাইনে আসবে, সঙ্গে সঙ্গে সব তথ্য মুছে যাবে। তবে এর ফলে গুগলের সাহায্য নিয়ে আর সেট খুঁজে পাওয়ার উপায় খোলা থাকবে না। তবে সেট খুঁজে পেলে জিমেইল আইডি দিয়ে আবারও ব্যবহার করতে পারবেন সেই সেট।
বিস্তারিত প্রসেসটি দেখুন ভিডিওতে: উপকৃত হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আপনি কিভাবে জুমে একাউন্ট খুলবেন এবং এটিতে ক্লাস বা যেকোন মির্টিংএ আপনি কিভাবে জয়েন করবেন। একাউন্ট খোলা থেকে লাইভ ক্লাস করা পর্যন্ত এ টু জেড বিস্তারিত খুটিনাটি এই ভিডিওটিতে দেখানো হয়েছে। একজন শিক্ষক জুমে কিভাবে ক্লাস নিবেন এবং একজন শিক্ষার্থী কিভাবে জুমে ক্লাস করবেন সবই এখানে ধারাবাহিক ভাবে দেখানো হয়েছে। পুরো ভিডিওটি না টেনে ধৈর্য্য ধরে দেখুন আশাকরি আপনি সহজে কাজগুলো বুজতে পারবেন।