দেশীয় পন্য ও নারীদের নিয়ে কাজ করে দেশের সবচেয়ে জনপ্রিয় ‘ওমেন এন্ড ই-কমার্স ফোরাম-উই’ ফেইসবুক গ্রুপের ৯ লক্ষ সদস্য পূর্ণ হয়েছে। খুব শিঘ্রই মিলিয়নারে পৌঁছাবে উই। দেশীয় পন্য উৎপাদনে নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা পাওয়ার মতোই এমন একটি প্লাটর্ফম যেখানে রয়েছে প্রায় ৩ লক্ষাধীক নারী উদ্যোক্তা। দেশীয় পন্য উৎপাদন করে যারা স্বপ্ন দেখে উদ্যোক্তা হওয়ার। উই এর কর্ণধার রাজিব আহমেদ ও নাসিমা আক্তার নিশা। যারা প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সকলকে। তারা মনে করেন উই তে দেশীয় পন্য নিয়ে প্রতিদিন যে পরিমান মানুষের সফলতার গল্প দেখছি মনে হচ্ছে একদিন দেশিয় পন্যে বাজার ছয়লাপ হয়ে যাবে।
সত্বাধীকারীঃ অসাধারণ
No comments:
Post a Comment