Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Monday, August 6, 2018

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে একটা কথা ছিল- ‘আমার ছাত্রদের উপর যদি একটা গুলি চলে...! দৈনিক গনকন্ঠ |

দৈনিক গনকন্ঠ | মুক্ত কলাম | শরীফুল ইসলাম আরশ | ৬ আগষ্ট ২০১৮ ||

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে একটা কথা ছিল-
‘আমার ছাত্রদের উপর যদি একটা গুলি চলে...!

Daily Gonokantha


ঐতিহাসিক ভাষণ যেহেতু বাকিটা আশা করি বলতে হবেনা, নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন পরের অংশটা। মানুষটির কথা খুব মনে পরছে, যদি আজ তিনি থাকতেন হয়তো ছাত্রছাত্রীদের এই পরিনতি দেখতে হতোনা। ওরা কোন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়াপার্টি , জামাত কিংবা শিবিরের হয়ে রাজনীতি করতে আসেনি। কারণ এদের অনেকের বয়সতো এখনো ১৮ই পূর্ণ হয়নি। স্কুল কলেজের কোমলমতি এই শিক্ষার্থীরা এসেছিলো বন্ধুদের হত্যার বিচার চাইতে, নিরাপদ সড়ক চাইতে, অার যেনো কোন মায়ের বুক খালি না হয়, কেই বন্ধু বা স্বজন হারা না হয় সেই ব্যাবস্থা ‘নিরাপদ সড়ক’ চাওয়ার অধিকার নিয়ে। বাংলাদেশ সংবিধান আইন অনুসারে নাগরীকরা এই নিরাপত্তার অধিকার রাখে। তবে কেন.....!

আশাকরি যতাযথ কর্তৃপক্ষ দলমত নির্বিশেষে সড়ক বিষয়ক নানান ধরনের বিশ্লেষক ও গবেষকদের সাথে আলোচনা ও পরামর্শ করে আমাদের সবাইকে কিভাবে সড়ক পথে নিরাপদ রাখা যায় সেই বিষয়গুলো বাস্তবায়ণ করবেন। ধন্যবাদ।

বিঃদ্রঃ শিক্ষার্থীরা দেখিয়েছে কিভাবে সড়ক পথে ইমার্জেন্সি লেন করা যায়। এবং লাইসেন্স চেক ও সকলের লাইসেন্স নিশ্চিত করার ব্যাপারটা। তাদের দেখানো এই ধারাগুলো যথাযথ কর্তৃপক্ষ আশাকরি আরো সুন্দরভাবে চলমান রাখবে।

- শরীফুল ইসলাম আরশ,
তরুণ সাংবাদিক ও কলাম লেখক।

দৈনিক গনকন্ঠ | মুক্ত কলাম | ৬ আগষ্ট ২০১৮