Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

গল্প

এই ঈদের সেরা গল্প

মা-বাবার ঈদ
- শরীফুল ইসলাম আরশ

(এটা কোন নিছক গল্প নয় কিছু পরিবারের বাস্তব দৃশ্য - গল্প হলেও সত্যি!)
এই দ্যাখ বাপ, তোর লাইগা এই প্যান্টটা আনছি। পুরা ছয়শ টাকা নিছে। ছেলে বলছে ধুর, এটা কি প্যান্ট কিনলা? আবির রে দেখছো? ওর আব্বা ওরে ১৮০০ টাকা দিয়া প্যান্ট কিনে দিছে। আর ওর জুতার দামও ১৪০০ টাকা। ছেলের কথা শুনে মুখে কথা আটকে যায় বাবার। প্যান্টটা আস্তে করে পাশে রেখে দেন। ঈদের দিন ছেলে, বাবা টাকা দাও। ঘুরতে যাবো। অহন কই যাবি। ঈদের নামাজ পড়বি না? সে পড়ে নেবো। এখন প্যাচাল রেখে দুই হাজার টাকা দাও। তোদের জামাকাপড় কিনতে তো বোনাসের টাকাটা শেষ হয়ে গেছে। এখন এই এক হাজার টাকা আছে। তোর মার গরুর গোশত খুব প্রিয়। এখন পাঁচশ নে বাবা, বাকিটা দিয়ে কেজি দেড়েক মাংস কিনি । তোর মা খুব খুশি হবে । ধুর পাঁচশ টাকা দিয়ে কি হয় আজকাল? যাও লাগবেনা তোমার টাকা। ইচ্ছা মত গরুর মাংস খাও। রাগ করে চলে যায় ছেলে। বাবা শুধু চেয়ে দেখেন আর ভাবেন সত্যিই তো । পাঁচশ টাকায় কি হয় বর্তমান যুগে। পুরাটা দিলেই পারতাম। এক ঈদে গরুর মাংস নাহয় নাই খাইতাম । এটা কেবল নিছক গল্প না। অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটা সাধারণ একটা দৃশ্য । বাবাটা নিজে গত চার বছরের পুরনো শার্টটা নেড়ে চেড়ে বলে আরো বছরখানেক যাবে । মা বলে আমার কিছু লাগবে না । ছেলে কত জাায়গায় যায়, কত বন্ধুদের সাথে মেশে। ওকে দামী শার্ট প্যান্ট কিনে দাও। আমরা তাদের এ ত্যাগকে মূল্য দেইনা। যখন বাবা ঈদের শপিং এনে বলে, বাবা এইটা তোর । তখন কি এই প্রশ্ন করতে পারিনা যে বাবা তুমি কি নিছো এই ঈদে? মায়ের জন্য আনছো? আমি নিশ্চিত বাবার উত্তর হবে, আমরা বুড়ো হয়ে গেছি আমাদের এসবের কি দরকার? বাবারা এমনই হয়।

(এখন বুঝনা, নিজে বাবা হও তখন বুঝবা)
শুধু ঈদেই নয় প্রতিটি মুহূর্ত কাটুক বাবা-মাদের সাথে আনন্দটুকু ভাগাভাগ করে নেয়ার মধ্য দিয়ে, এই হউক অঙ্গিকার।

প্রকািশ: সূচিপত্র ঈদ সংখ্যা।

No comments:

Post a Comment