Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

কবিতা

রমজান

শরীফুল ইসলাম আরশ

রমজান এলো ত্রিশ দিনের মুসলমানের তরে,
ঈমান আমল পয়দা করো সবারই অন্তরে।
তিনটি ভাগে এলো রোজা এলো তারাবির সালাত,
রহমত আর মাগফিরাত আরও নিয়ে নাজাত।
ভোর রাতে খায় সেহ্রী রোজার নিয়ত পড়ে,
সারা দিনের অনাহার শেষে সবাই ইফতারি করে।
শবে কদর মহান রাত হাজার রাতের সেরা,
এ মাসে নাযিল হয়েছে কোরআন ত্রিশ পারা।
আল্লাহর দেয়া ইবাদতে কাটালে এ মাস,
আখিরাত নামের সকল পরিক্ষায় করবে তুমি পাস।
মহান ব্যাক্তি সে হবে যে রাসূলের সুন্নাহ্ মত চলে,
রমজান মাসের ফজিলত আর শেষ হবে না বলে।


===============================


আবার এলো পরীক্ষা

শরীফুল ইসলাম আরশ

পরীক্ষাটা সামনে এলে মাথায় পড়ে বাজ,
যেটা ধরি সেটাই দেখি মেলাই বাকি আজ।
সকাল বিকাল ভাবনা এখন কেমন করে পাশ,
সারা বছর দিয়েছি ফাঁকি তাইতো সর্বনাশ।
পরীক্ষার আগের রাতে কেউ বলতে হয়না পড়,
সারা বছর পড়লে এমন হতাম বিদ্যা সাগর।
হলের মধ্যে বসে যখন প্রশ্ন তুলি হাতে,
একটাও যে আসেনি যা পড়েছি রাতে।
কোথা থেকে এলো এসব প্রশ্ন কঠিন বেশ,
দোস্ত আমায় একটু দেখা নয়তো আমি শেষ।
কোন মতে যদি এবার উপরে উঠে যাই,
এমন পড়া পড়ব তখন যার তুলনা নাই।

বি:দ্র: পরবর্তী বছরের জন্য আবার প্রথম থেকে পড়া শুরু করুণ।

No comments:

Post a Comment