RUD সংবাদদাতা:
রয্যাল ইউনিভার্সিটি অব ঢাকা (RUD) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সুভাষ চন্দ শীল (পিআরএল)। ১লা জুন (মঙ্গলবার) মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী যোগদানের তারিখ হতে উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির নতুন ভিসি নিয়োগের বিষয়টি বেশকয়েক বছর ধরে বিলম্ব হওয়াতে শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন করতেও দেখা গিয়েছিল। রাষ্ট্রপতি কর্তৃক নতুন ভিসি নিয়োগ পাওয়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দিত। তারা রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে নতুন উপাচার্যের অধীনে ১ম সমাবর্তন এর পরিকল্পনা যেনো দ্রুত বাস্তবায়ন করা হয় সেই আহবান জানান।
শরীফুল ইসলাম আরশ
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, সময় টিভি।
No comments:
Post a Comment