অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এর লগোর জন্য ‘মুজিব শতবর্ষ’ থিমটাকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ ৬জন শিক্ষার্থীর দুটি টিম কাজ করে। যার মধ্যে ছিলের শরীফুল ইসলাম আরশ। বাংলা একাডেমির আইডিয়া ও ধারণা অনুযায়ী আরশের টিমকে নিয়ে সে ডিজাইন করেছে এই লগোটি। যেখানে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ ফুটে উঁঠেছে ১০০ যা শতবর্ষ। অর্থাৎ এবারের গ্রন্থমেলাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উৎসর্গ করা হয়েছে। পরবর্তিতে লগোতে একটু লাল সবুজ রঙের আদল এনে লগোটি নির্বাচিত করা হয়। ধন্যবাদ বাংলা একাডেমি এবং অন্যান্য টিমের সদস্যদের। যাদের সাপোর্ট না পেলে লগোটার পূর্ণতা পেতোনা। গত ৯ নভেম্বর ২০১৯ লগো ডিজাইন করে পোষ্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফুল ইসলাম আরশ।
অমর একুশে গ্রন্থমেলা ২০২০ লগো |
বিষয় : অমর একুশে গ্রন্থমেলা ২০২০
থিম : মুজিব শতবর্ষ
উৎসর্গ : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
অনুমোদন : বাংলা একাডেমি
লগো ডিজাইন : শরীফুল ইসলাম আরশ
No comments:
Post a Comment