Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Thursday, October 31, 2019

জেএসসি পরীক্ষার্থীদের পরামর্শ ও শুভকামনা । দৈনিক ইনকিলাব । শিক্ষা । পর্ব-০২ । শরীফুল ইসলাম আরশ


সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ স্নেহাশীষ শুভেচ্ছা নিও,

তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা জেএসসি (Junior School Certificate) আগামী ০২/১১/২০১৯ইং তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এটি তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বিধায় যাতে এ পরীক্ষাটিতে খুব সহজে ভালো ফলাফল অর্জন করতে পার সেদিকে লক্ষ্য রাখবে। জুুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ইংরেজি, গণিত ও বিজ্ঞানে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়, তাই এ বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এখন যেহেতু সময় বেশি নেই তাই এখন থেকে রুটিন ওয়ারী বেশি বেশি করে রিভিশন দাও এবং মেইন বই লাইন বাই লাইন বেশ কয়েকবার পড়। তোমারা ভালো ফলাফল পাওয়ার জন্য তোমাদের শিক্ষক ও মা-বাবার পরামর্শগুলো গুরুত্ব সহকারে অনুসরণ করলে খুব সহজে ভালো ফলাফল অর্জন করতে পারবে। পরীক্ষা হলে সময়ের সাথে সামঞ্জস্য রেখে সুন্দর ভাবে সঠিক উত্তর প্রদান করবে। মনেরেখো নিদ্দিষ্ট সময়ের মধ্যে যেনো পূর্ণনম্বর উত্তর প্রদান করতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

শরীফুল ইসলাম আরশ
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশঃ ইনকিলাব

No comments:

Post a Comment