বনানী ডিসিসি মার্কেটে অবস্থিত বিটিসিএলের শাখা টেলিফোন এক্সচেঞ্জটি স্থানান্তরের কারণে গুলশানের ‘৯৮২’ সিরিজের দুই হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে।
এতে বলা হয়েছে- বনানী ডিসিসি মার্কেটে অবস্থিত বিটিসিএলের শাখা টেলিফোন এক্সচেঞ্জটি লেভেল-৮ থেকে লেভেল-৫ এ স্থানান্তরের জন্য ইউনিক কর্তৃপক্ষ অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে স্থানান্তর করা হবে।বুধবার বিকালে বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ কারণে শাখা এক্সচেঞ্জের ‘৯৮২’ সিরিজের প্রায় দুই হাজার টেলিফোন সাত দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে। কাজ সমাপ্ত হওয়ার পর যথারীতি টেলিফোনগুলো সচল হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
সংবাদ বিজ্ঞপ্তি
সূচিপত্র ডেস্ক
No comments:
Post a Comment