Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Thursday, June 20, 2019

সাত দিন বন্ধ থাকবে গুলশানের ২ হাজার টেলিফোন | সূচিপত্র

বনানী ডিসিসি মার্কেটে অবস্থিত বিটিসিএলের শাখা টেলিফোন এক্সচেঞ্জটি স্থানান্তরের কারণে গুলশানের ‘৯৮২’ সিরিজের দুই হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে।

এতে বলা হয়েছে- বনানী ডিসিসি মার্কেটে অবস্থিত বিটিসিএলের শাখা টেলিফোন এক্সচেঞ্জটি লেভেল-৮ থেকে লেভেল-৫ এ স্থানান্তরের জন্য ইউনিক কর্তৃপক্ষ অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে স্থানান্তর করা হবে।বুধবার বিকালে বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ কারণে শাখা এক্সচেঞ্জের ‘৯৮২’ সিরিজের প্রায় দুই হাজার টেলিফোন সাত দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে। কাজ সমাপ্ত হওয়ার পর যথারীতি টেলিফোনগুলো সচল হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

সংবাদ বিজ্ঞপ্তি
সূচিপত্র ডেস্ক