Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Thursday, April 11, 2019

হঠাৎ লুঙ্গি পরে ক্লাসে ঢাবি ছাত্ররা


বাঙালি পুরুষের একটি ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি। তবে এখন শহুরে জীবনে ঘরোয়া পরিসরেই কেবল পরা হয়ে থাকে এ পোশাকটি। শহরের কাউকে এ লুঙ্গি পরে বাইরে বের হতে দেখা যায় না।
শহুরে লোকজনের সেই দ্বিধা কমাতে এবার অভিনব এক আয়োজন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন ছাত্র।
আজ বুধবার সকাল থেকে ঢাবির বিভিন্ন বিভাগের ছাত্ররা লুঙ্গি পরে ক্লাসে আসেন। ক্লাস শেষে ক্যাম্পাসজুড়ে মিছিল করেছেন তারা। আর এ আয়োজনের নাম দিয়েছেন ‘লুঙ্গি মহফেল‘। মিছিল শেষে তারা জড়ো হন বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে।
লুঙ্গি এ অঞ্চলের পুরুষের ঐত্যিহের পোশাক-তা সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই এ আয়োজন বলে জানান মিছিলে যোগ দেওয়া ছাত্ররা।
মিছিলে যোগ দেওয়া এক ছাত্র বলেন, ‘লুঙ্গি আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমরা তা ভুলতে বসেছি। সবার মধ্যে লুঙ্গি ব্যবহারের প্রবণতা বাড়াতেই এই আয়োজন।’
‘আরামদায়ক পোশাক লুঙ্গি’, ‘ক্লাসে লুঙ্গি’, ‘জাতীয় পোশাক লুঙ্গি’ এমন নানা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি এফবিএস অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

No comments:

Post a Comment