Date
পৃষ্ঠাসমূহ
শিরোনাম
Monday, April 29, 2019
Monday, April 22, 2019
Sunday, April 21, 2019
Saturday, April 20, 2019
Tuesday, April 16, 2019
Saturday, April 13, 2019
Friday, April 12, 2019
Thursday, April 11, 2019
হঠাৎ লুঙ্গি পরে ক্লাসে ঢাবি ছাত্ররা
বাঙালি পুরুষের একটি ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি। তবে এখন শহুরে জীবনে ঘরোয়া পরিসরেই কেবল পরা হয়ে থাকে এ পোশাকটি। শহরের কাউকে এ লুঙ্গি পরে বাইরে বের হতে দেখা যায় না।
শহুরে লোকজনের সেই দ্বিধা কমাতে এবার অভিনব এক আয়োজন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন ছাত্র।
আজ বুধবার সকাল থেকে ঢাবির বিভিন্ন বিভাগের ছাত্ররা লুঙ্গি পরে ক্লাসে আসেন। ক্লাস শেষে ক্যাম্পাসজুড়ে মিছিল করেছেন তারা। আর এ আয়োজনের নাম দিয়েছেন ‘লুঙ্গি মহফেল‘। মিছিল শেষে তারা জড়ো হন বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে।
লুঙ্গি এ অঞ্চলের পুরুষের ঐত্যিহের পোশাক-তা সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই এ আয়োজন বলে জানান মিছিলে যোগ দেওয়া ছাত্ররা।
মিছিলে যোগ দেওয়া এক ছাত্র বলেন, ‘লুঙ্গি আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমরা তা ভুলতে বসেছি। সবার মধ্যে লুঙ্গি ব্যবহারের প্রবণতা বাড়াতেই এই আয়োজন।’
‘আরামদায়ক পোশাক লুঙ্গি’, ‘ক্লাসে লুঙ্গি’, ‘জাতীয় পোশাক লুঙ্গি’ এমন নানা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি এফবিএস অনুষদের সামনে গিয়ে শেষ হয়।
Wednesday, April 3, 2019
Tuesday, April 2, 2019
Subscribe to:
Posts (Atom)