Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Monday, May 7, 2018

জিপিএ ৫ কমলেও পাশের হার শীর্ষ স্থানে ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় তেগুরিয়া।


সূচিপত্র নিউজ: শরীফুল ইসলাম আরশঃ

কুমিল্লা বোর্ডের অধীনে চাঁদপুর জেলার কচুয়া থানার অন্যতম একটি প্রতিষ্ঠান ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া। প্রতিষ্ঠানটিতে এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ কমলেও কচুয়ায় পাশের হার শীর্ষ স্থানে রয়েছে। বোর্ড সূত্রে জানা যায় এবছর বিদ্যালয়টি থেকে এসএসসি মোট পরীক্ষার্থী ১২০ জন, কৃতকার্য ১১৭ জন, অকৃতকার্য ৩ জন, পাশের হার ৯৭.৫০। তাদের মধ্যে জিপিএ ৫ পায় ২ জন(ছেলে), জিপিএ ৪ঃ ৫০ জন, জিপিএ ৩ঃ ৬০ জন, জিপিএ ২ঃ ৫ জন। জানা যায় গত বছর বিদ্যালয়টি থেকে ১০৩ জন এসএসসি পরীক্ষা দিয়ে ৯৮ জন পাশ করে এবং ১৬ জন জিপিএ ৫ পায়। এবছর পাশের হার বাড়লেও জিপিএ ৫ এর সংখ্যা কমেছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী বলেন আমরা এবছর পাশের হাড় বাড়িয়েছি তবে জিপিএ ৫ আশানুরুপ পাইনি। তবে সামনে জিপিএ ৫ এর সংখ্যা বাড়াতে আমরা সকল শিক্ষকরা প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের প্রতি আরো বেশি নজর দিব।

রিপোর্ট সংগ্রহঃ শরীফুল ইসলাম আরশ, প্রাক্তন ছাত্র(২০১১), ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।

No comments:

Post a Comment