Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Tuesday, February 27, 2018

পহেলা বৈশাখে নতুন চমক নিয়ে আসছে সূচিপত্র

নিউজ ডেস্কঃ

শিক্ষার্থীদের মনের কথা নিয়ে নতুন আঙ্গিকে রঙ্গিন প্রচ্ছদে অনলাইনে আসছে ‘সূচিপত্র’ বিশেষ বুলেটিন। আগামি ১৪ই এপ্রিল পহেলা বৈশাখে প্রকাশিত হতে যাচ্ছে সূচিপত্র বাংলা নববর্ষ সংখ্যা। সূচিপত্র শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত একটি প্লাটর্ফম। এখানে শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে সূচিপত্রের সদস্য হয়ে তাদের নিজ নিজ প্রতিভা লিখিত ভাবে তুলে ধরতে পারবে। যেমন: ছড়া ও কবিতা, গল্প, ভ্রমন কাহিনী, চিত্রাঙ্কন, হাসির কৌতুক, ধাঁধা, সুডোকু, ওয়ার্ড ম্যাজিক, নিজের কোন সেরা অভিজ্ঞতা, শিক্ষা ও সচেতন মূলক যেকোন সেরা লেখা ‘সূচিপত্র’ তো প্রকাশের জন্য দিতে পারবে। তা ছাড়াও সূচিপত্র কুইজ, ধাঁধাসহ বিভিন্ন পর্বে অংশগ্রহন করে বিজয়ী হয়ে পুরষ্কার জিতে নিতে পারবে।
Sucipotro

মজার ব্যাপার হলো এই যে, যারা সূচিপত্রে বিভিন্ন পর্বে অংশগ্রহন করবে কিংবা ফ্রিতে রেজিস্ট্রেশন করে মেম্বার হবে, তারা তাদের নাম প্রকাশিত নতুন একটি সংখ্যা সম্পূর্ণ ফ্রিতে পাবে। সুতরাং এমন সুযোগ হাতছারা করতে আর দেরি করছো কেনো? এখনি নিচের দেওয়া মেম্বার রেজি: লিঙ্কে ঢুকে ফ্রিতে মেম্বার হয়ে যাও আর তোমার কোন লেখা থাকলে জলদি করে পাঠিয়ে দাও আমাদের ইমেইল অথবা ফেইসবুক পেইজের ইনবক্সে। আর ঘরে বসেই পেয়ে যাও তোমার নাম প্রকাশিত সূচিপত্র ছাপা সংখ্যা।

মেম্বার রেজিঃ লিঙ্ক: https://goo.gl/tjZr7G
ইমেইলঃ sucipotro@gmail.com
ফেইসবুকঃ facebook.com/sucipotro
ইউটিউবঃ https://goo.gl/mzRy4R
ইন্সটাগ্রামঃ instagram.com/sucipotro
টুইটারঃ twitter.com/sucipotro
ওয়েব সাইটঃ sucipotro.blogspot.com
মোবাইলঃ ০১৮৬৬-৬৮২৮১৮

যারা সূচিপত্রের বিগত সংখ্যায় মেম্বার হয়েছো তারা নতুন করে মেম্বার হতে হবে না। তুমি মেম্বার হয়েছো কিনা সেটা দেখো সূচিপত্র ওয়েব সাইটে sucipotro.blogspot.com । 

(নতুনত্বের সূচনায়...)

সূচিপত্রের সাথে থাকার জন্য ধন্যবাদ।

- সম্পাদক

#Sucipotro #সূচিপত্র