ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরিক্ষা ১৫ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার সকাল ১০:০০ টায়। ভর্তি ইচ্ছুক পরিক্ষার্থীদের পরিক্ষার হল ভবন ও সিট খোঁজার হয়রানি এড়াতে সহায়তা করবে ঢাবির বেশ কয়েকটি স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীরা।
স্লোগান: “প্রতারণা চক্র এড়িয়ে চলে, সুস্থভাবে যান পরিক্ষার হলে”
এদিকে এবছর ঢাবির ২০১৭-১৮ ভর্তি পরিক্ষায় ‘গ’ ইউনিটের অধিনে ১২৫০ টি সিটের বিপরীতে ২৯,৯৫৪ জন শিক্ষার্থী লড়াই করবে।
সহায়তায়: চিত্রমহল স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রয়োজনে: ০১৮৫১-০০৯০২২ ও ০১৮৬৬-৬৮২৮১৮
No comments:
Post a Comment