Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Thursday, December 17, 2020

চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটির ১ম বর্ষপূর্তিতে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

CBDS

‘আমার রক্তে বাঁচবে প্রাণ, সেচ্ছায় করি বক্ত দান’ স্লোগান নিয়ে ১৬ই ডিসেম্বর চাঁদপুর রোটারি ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো ‘চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান- ২০২০’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাদঁপুরের গন্যমান্য বিশেষ ব্যাক্তিবর্গ ও আগত বিভিন্ন সামজিক সংগঠনের সদস্যসহ চাঁদপুর ব্লাড ডোনেশান সোসাইটির একঝাঁক উদ্যমী তরুন। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন উপজেলার ১৯ টি সামজিক সংগঠন ও ২১ জন সেচ্ছাসেবিকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়। সেই সাথে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটির অন্যতম একজন সদস্য বলেন, আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সফল করার ক্ষেত্রে যারা যারা মানসিক, শারীরিক, আর্থিক সাহায্য, সহযোগিতা করেছেন সকলের নিকট আমরা কৃতজ্ঞ। আপনাদের অবদানের জন্যই আমরা আমাদের অনুষ্ঠান সফল করতে পেরেছি। আশা রাখি এইভাবে সবসময় আপনাদের ভালোবাসায় সিক্ত থাকবে আমাদের পরিবার। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের নিকট কৃতজ্ঞতা জানাই, উপস্থিত থেকে অনুষ্ঠানকে শতভাগ সফল করার জন্য। আমাদের আয়োজনে আমন্ত্রিত চাঁদপুরের সকল মানবিক ও সামাজিক সংগঠনকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সংগঠনের অনুষ্ঠান পরিচালনার জন্য আর্থিক অনুদান প্রদানকারী সকল মহানুভব দাতা কে আমাদের (CBDS) পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। পরিশেষে, এই ভাবেই আপনারা সবাই সবসময় আমাদের পাশে থাকবেন, বলে আসা রাখি ইনশাআল্লাহ।

জয় হোক মানবতার।


শরীফুল ইসলাম আরশ

সূচিপত্র নিউজ, চাঁদপুর