Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Saturday, March 17, 2018

সূচিপত্র নতুন কমিটিতে মনোনয়ন পেয়ছেন ১০ জন। চলছে ভোট গ্রহন...

#ভোট_করুণ

নতুন কমিটিতে মনোনয়ন পেয়ছেন ১০ জন।

আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট করুন, প্রর্থীর ক্রমিক নং এর সাথে #ট্যাগ করে।

১. সবুজ
২. আকাশ
৩. হান্নান শাহ
৪. হাফিজুর
৫. মোস্তাফিজুর
৬. মোজাম্মেল
৭. ইশরাফিল
৮. জুয়েল
৯. আক্তার
১০. শরীফ বিডি
সূচিপত্র নতুন কমিটি ২০১৭

আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট করুন, প্রর্থীর ক্রমিক নং এর সাথে #ট্যাগ করে।

# ভোট করা যাবে আমাদের সূচিপত্র অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং গ্রুপে এবং ওয়েব সাইটে।

পেইজঃ https://www.facebook.com/sucipotro/
গ্রুপঃ https://www.facebook.com/groups/sucipotro
ওয়েব সাইট: http://sucipotro.blogspot.com

🌾🌾Rules🌾🌾
1)একজন ভোটার একটির বেশী ভোট দিতে পারবেনা। একটির বেশী ভোট দিলে তার ভোট বাতিল বলে গন্য হবে....
2) ভোট প্রদানের শেষ সময়:- ১৯/০৩/২০১৮, রাত ১২;০০ পর্যন্ত
3) মনোনয়ন প্রার্থীরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবে না তবে জয়ের জন্যে নিজের ফেন্ডসদের পেইজে ইনভাইট এবং গ্রুপে এড দিয়ে মেনশন করতে পারবেন।
4) ফলাফল ঘোষণা হবে ২০/০৩/২০১৮
5) সর্বোচ্চ ভোট প্রাপ্তিদের পর্যায়ক্রমে কমিটিতে কাঙ্খিত পদের জন্য বিজয়ী ঘোষণা করা হবে। এবং বিজয়ীদের নাম সূচিপত্র ম্যাগাজিন, ওয়েবসাইট এবং ফেসবুক পেইজেও প্রকাশ করা হবে।

৥ কমিটিতে যে সকল পদ থাকছেঃ
১. সহকারী সম্পাদক
২. বার্তা সম্পাদক
৩. বিভাগীয় সম্পাদক
৪. প্রচার সম্পাদক
৫. সোশ্যাল মিডিয়া সম্পাদক
৬. ক্যাম্পাস প্রতিনিধিসহ
৭. অন্যান্য।

☝☝আসুন ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে বিজয়ী করুন👆

বি:দ্র: যারা নতুন কমিটির জন্য নির্ধারীত ফরম পূরণ করেছেন শুধু তারাই মনোনয়ন পেয়েছেন। এবং কিছু পদ সংরক্ষিত রয়েছে।

- সম্পাদক, সূচিপত্র

[ এছাড়াও সকল শিক্ষার্থীরা ফ্রিতে মেম্বার ফরম পূরণ করে মেম্বার হলে তাদের নাম সূচিপত্র ম্যাগাজিনে, ওয়েব সাইটে এবং ফেইসবকি পেইজে প্রকাশ করা হবে। মেম্বার সকল মিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
 সূচিপত্র মেম্বার রেজিস্টেশন লিংঙ্কঃ https://goo.gl/tjZr7G

- ধন্যবাদ।

#Sucipotro #সূচিপত্র #সূচিপত্র_কমিটি_২০১৮

Monday, March 12, 2018

সূচিপত্র চতুর্থ সংখ্যা সদস্য হলেন যারা (বাংলা নববর্ষ-২০১৮)

সূচিপত্র
প্রকাশ কালঃ ১৪ই এপ্রিল ২০১৮, বাংলা নববর্ষ
সদস্য পর্বঃ ০৪, নতুন সদস্য সংখ্যাঃ
 
সূচিপত্র সদস্য

৭৯. আর এফ হৃদয়, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়।
৮০. নাজমা নিহা চৌধুরী, রয়েল বিশ্ববিদ্যালয়।
৮১. মাকসুদা লাকি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।
৮২. সঞ্জিত মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৮৩. মহসিন ভূইঁয়া, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ।
৮৪. সাইমুন ইসলাম, তিতুমীর সরকারি কলেজ।
৮৫. এম.এ.হান্নান শাহ, তিতুমীর সরকারি কলেজ।
৮৬. আব্দুল হক আরিফ, আবেদা-নূর হাই স্কুল। 
৮৭. সাইদ আল আমিন, মুন্সীগঞ্জ পলিটেকনিকেল ইন্সটিটিউট। 
৮৮. মোস্তাফিজুর রহমান ইমন, কে.এম.এইচ কলেজ, কোটচাঁদপুর, ঝিনাইদহ। 
৮৯. আব্দুল্লাহ আল আহাদ, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়। 
৯০. কুমারেশ রায়, খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট।
৯১. সানজিদা আক্তার মিতু, গুলশান অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়
৯২. সানজেনা আক্তার তুষা, গুলশান অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।
৯৩. সাবিদ হোসেন, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
৯৪.  ইমরান হাসান আরমান, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
৯৫. আরমান হোসাইন, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
৯৬. ইসতিয়াক হাসান, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
৯৭. নেহাল আহমেদ, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
৯৮. জোবায়ের সরকার লিমন, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
৯৯. লামিয়া তানভিন উপমা, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
১০০. ইসরাত জাহান মিম, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
১০১. সৌরভ কর্মকার অনন্ত, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
১০২. সাজিদুল হাসান, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া।
১০৩. সবুজ পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১০৪. সেলিনা সুলতানা সেলি, শহীদ জিয়াউর রহমান কলেজ।
১০৫. গিয়াস উদ্দিন আকাশ, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ।
১০৬. এসএম ইয়াসিন আরাফাত, শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
১০৭. কাজী তিতুমীর হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
১০৮. মেহেদি হাসান সোহেল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
১০৯. রায়হান শিমুল, নিউ মডেল কলেজ ধানমন্ডি।
১১০. চলবে...


আপনি সূচিপত্র ম্যাগাজিন পত্রিকার মেম্বার হয়েছেনতো? না হলে এখুনি এখানে ক্লিক করে সম্পূণ ফ্রিতে রেজিস্টেশন করে সূচিপত্রেসদস্য হয়ে যান।



সূচিপত্র মেম্বার রেজিস্টেশন লিংঙ্কঃ https://goo.gl/tjZr7G